ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভয়ে তেল আবিবে ‘আয়রন ডোম’ বসাল ইসরাইল

প্রকাশিত: ১৮:৩০, ২৫ জানুয়ারি ২০১৯

ভয়ে তেল আবিবে ‘আয়রন ডোম’ বসাল ইসরাইল

অনলাইন ডেস্ক ॥ ইহুদিবাদী ইসরাইল তেল আবিব মেট্রোপলিটন এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করেছে। সম্প্রতি স্বল্পপাল্লার এ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। এর আগে, জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফরি হুমকি দিয়ে বলেছিলেন, তেল আবিব বিমান বন্দরে পাল্টা হামলা চালিয়ে দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরে ইহুদিবাদী ইসরাইলের হামলার জবাব দেয়া হবে। তেল আবিবে পর্যায়ক্রমে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন জাফরি। তিনি আরো বলেছিলেন, দামেস্ক তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইসরাইলি হামলার জবাব দেবে। তার এ হুমকির এক সপ্তাহ পার হওয়ার আগেই তড়িঘড়ি তেল আবিবে বসানো হলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এরআগে, সোমবার ভোররাতে ইহুদিবাদী ইসরাইলের হামলায় সিরিয়ার চার সেনা নিহত ও ছয়জন আহত হন। এসময় ইসরাইলের ছোঁড়া ৩০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং গাইডেড বোমা ভূপাতিত করেছে সিরিয় বাহিনী।
×