ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সৌদি আরবসহ চার দেশের পণ্য নিষিদ্ধ করেছে কাতার

প্রকাশিত: ০৪:২৮, ২৮ মে ২০১৮

সৌদি আরবসহ চার দেশের পণ্য নিষিদ্ধ করেছে কাতার

সৌদি আরবের নেতৃত্বাধীন যে চার দেশ প্রায় এক বছর আগে কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেসব দেশের পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে দোহা। কাতারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক ঘোষণায় ওই চার দেশের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। ওই চার দেশের যেসব পণ্য কাতারের ভেতরে রয়েছে সেসব বিক্রির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওই মন্ত্রণালয়। দেশের সব দোকান ও শপিংমল থেকে ওই চার দেশের পণ্য সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর ২০১৭ সালের জুন মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। -এএফপি
×