ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

জুলিয়ান এ্যাসাঞ্জের নেট সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:৩০, ৩০ মার্চ ২০১৮

জুলিয়ান এ্যাসাঞ্জের  নেট সংযোগ  বিচ্ছিন্ন

যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের (৪৬) ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে লন্ডনের ইকুয়েডর দূতাবাস। অন্য দেশের বিষয়ে এ্যাসাঞ্জকে মন্তব্য করা থেকে বিরত রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইকুয়েডর।- গার্ডিয়ান। অকাট্য প্রমাণ ছাড়া পক্ষত্যাগী রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টায় মস্কোকে দায়ী করে যুক্তরাজ্য ও ২০টিরও বেশি দেশের রুশ কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্তের সমালোচনা করে এ্যাসাঞ্জের টুইটের পর এ পদক্ষেপ নেয়া হয়। ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন এ্যাসাঞ্জ। সুইডেনে তার বিরুদ্ধে করা একটি ধর্ষণ মামলায় যুক্তরাজ্য থেকে সুইডেনে প্রত্যার্পণ এড়াতে দূতাবাসটিতে তিনি আশ্রয় নিয়েছিলন।এ্যাসাঞ্জ উইকিলিকস প্রতিষ্ঠাতা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা ওই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। যুক্তরাজ্যে করা জামিন আবেদনের শর্তাবলী লংঘন করে এ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন।
×