ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:১৫, ২৪ জুন ২০১৭

কাশ্মীরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি মসজিদের সামনে উত্তেজিত জনতা এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাদেশিক রাজধানী শ্রীনগরের জামিয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার। শ্রীনগর পুলিশ লাইনে শুক্রবার সকালে নিহত ডেপুটি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আইয়ুব প-িতকে সম্মান জানানো হয়। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার মতো লজ্জাজনক কাজ আর কিছু হতে পারে না। ওই এলাকা তার চেনা ছিল, যে কারণে তিনি তার সহকর্মীদের ইফতার করার জন্য যেতে বলেছিলেন।’ ঘটনার বর্ণনায় পুলিশ জানায়, ডিএসপি আইয়ুব বৃহস্পতিবার জামিয়া মসজিদ এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সন্ধ্যার দিকে উত্তেজিত জনতা যখন তাকে ঘিরে ধরে তখন তিনি এক পর্যায়ে নিজের জীবন বাঁচাতে আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়েন। গুলিতে তিন ব্যক্তি আহত হয়। তবে তাদের সবারই পায়ে গুলি লেগেছে। যখন তার নিজের প্রাণ নিয়েই শঙ্কা দেখা দেয় তখনও তিনি ‘হত্যার জন্য গুলি করা যাবে না’ এই শপথ ভুলে যাননি। ডিএসপি আইয়ুবের আগ্নেয়াস্ত্রটি খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার সময় ডিএসপি আয়ুব সাদা পোশাকে ছিলেন। যে কারণে তার পরিচয় প্রথমে শনাক্ত করা যায়নি। কয়েক ঘণ্টা পর তার পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন দিলে তার পরিচয় জানা যায়। তবে ওই সময় তার সঙ্গে অন্য কোন পুলিশ সদস্য ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আইয়ুবের ওপর হামলার সময় সেখানে দায়িত্বরত বাকি পুলিশ সদস্যরা কোথায় ছিলেন সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জামিয়া মসজিদ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে পরিবার নিয়ে বাস করতেন আইয়ুব। ওই এলাকায় তিনি ও তার পরিবার বেশ পরিচিত। একই দিন নিয়ন্ত্রণ রেখায় আরও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়। আরউইনকে সম্মাননা ‘ক্রোকোডাইল হান্টার’ খ্যাত অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্যপ্রাণী সংরক্ষণবিদ স্টিভ আরউইনকে সম্মাননা দিতে যাচ্ছে হলিউড। তার সাহসী কর্মকা- এবং পরিবেশের প্রতি অবিচল আত্মত্যাগের কারণে তাকে এ সম্মাননা দেয়া হবে। দশ বছর আগে তিনি মাত্র ৪৪ বছর বয়সে একটি স্টিংরে ফিসের হুলের আঘাতে মারা যান। তার দুঃসাহসিকতা তাকে খুব দ্রুতই আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল এবং বিশ্বব্যাপী তার অগণিত ভক্ত রয়েছে।-সিনহুয়া মহাকাশে পৃথক দেশ এবার একদল রুশ বিজ্ঞানী মহাকাশে পৃথক একটি দেশ তৈরি করতে চলেছেন। এর নাম দেয়া হয়েছে আসগার্ডিয়া। চলতি বছরই শুরু হবে এই দেশ তৈরির কাজ। সেখানকার নাগরিক হওয়ারও ব্যবস্থা থাকবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, কোন কারণে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তা ছেড়ে যাবার জায়গা নেই মানুষের। তাই তৈরি করা হবে এ মহাকাশ দেশ। সেখানে মানুষ বসবাসের পাশাপাশি পৃথিবীর মতো কাজকর্মও করতে পারবে।-ইয়াহু নিউজ
×