ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভ্যাটিকানে বড়দিনের প্রার্থনা সভায় পোপ ফ্রান্সিক

বড়দিনে শিশু ও অভিবাসীদের দুর্ভোগের কথা স্মরণ

প্রকাশিত: ০৫:৩৪, ২৬ ডিসেম্বর ২০১৬

বড়দিনে শিশু ও অভিবাসীদের দুর্ভোগের কথা স্মরণ

খ্রিস্টীয় ‘বড়দিনের’ প্রকৃত তাৎপর্য বস্তুগত ভোগ-বিলাসের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। শনিবার ভ্যাটিকানে বড়দিনের আগের দিন সন্ধ্যার প্রার্থনা সভায় রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ বিশ্বব্যাপী শিশুদের নিরবিচ্ছিন্ন দুর্ভোগেরও নিন্দা জানান। বিবিসির খবরে বলা হয়, তিনি ক্ষুধার্ত, অভিবাসন রুটগুলোতে বিপদের মধ্যে পড়া এবং আলেপ্পোসহ সিরিয়ার শহরগুলোতে বোমাবর্ষণের শিকার হওয়া মানুষের কথা স্মরণ করেন। অনুষ্ঠান চালাকালে ভ্যাটিকানজুড়ে কড়া নিরাপত্তা নেয়া হয়। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ওই প্রার্থনা সভায় যারা যোগ দিতে এসেছিলেন তাদের মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। ‘বড়দিনের’ আগে বার্লিনে ট্রাক হামলাসহ ইউরোপজুড়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার কারণে ভ্যাটিকানের সমাবেশেও নিরাপত্তাহীনতার বোধ ঘিরে রেখেছিল বলে জানিয়েছেন বিবিসির প্রতিনিধি। যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে শুরু হওয়া ক্রিসমাস ইভের প্রথম এ অনুষ্ঠানে পোপ বলেন, বস্তুগত বিষয়গুলো ক্রিসমাস পর্বকে ‘জিম্মি’ করে ফেলেছে, তাই এবারের পর্বে আরও ‘নম্রতা’ আসা দরকার। তিনি বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি যখন বাণিজ্যের আলো খোদার আলোকে ছায়া বানিয়ে ফেলেছে, আমরা গিফটের জন্য অধীর থাকলেও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে শীতল ব্যবহার করি। গত প্রত্যেকটি বছরে শরণার্থীদের প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানিয়েছেন পোপ, এবারও একই আহ্বান জানিয়ে যিশু এক অভিবাসী ছিলেন বলে খ্রিস্টানদের স্মরণ রাখতে বলেছেন তিনি। ওবামার বড়দিনের শেষ শুভেচ্ছা বার্তা ॥ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা শনিবার হোয়াইট হাউস থেকে তাদের বড়দিনের শেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছা বার্তায় উভয়ে যে অভিন্ন মূল্যবোধ সব ধর্মের আমেরিকানকে ঐক্যবদ্ধ করেছে তা গুরুত্বের সঙ্গে তারা তুলে ধরেন। খবর এএফপির মিশেল ওবামা বলেন, ‘যে মূল্যবোধে তাড়িত হয়ে আমরা হই আমাদের ভাই ও বোনের রক্ষক সে একই আচরণ করা উচিত অন্যদের সঙ্গে এবং অন্যদেরও উচিত আমাদের একইভাবে দেখা।’ ওবামা বলেন, ‘এইসব মূল্যবোধ কেবল আমার পরিবারের খ্রীস্টধর্মে বিশ্বাসীদেরই নয়, বরং ইহুদী আমেরিকান, মুসলিম আমেরিকান, অবিশ্বাসী ও সব মতের আমেরিকানকেই পথ চলতে সাহায্য করে।’ ওবামা বলেন, পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের কাছ থেকে তিনি যখন দায়িত্ব নেন যুক্তরাষ্ট্র এখন তার চেয়েও বেশি শক্তিশালী। তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা সফলভাবে মোকাবেলা করেছি।
×