ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৌদি জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

প্রকাশিত: ২০:০৪, ৩১ অক্টোবর ২০১৬

সৌদি জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

অনলাইন ডেস্ক॥ ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী আল হোদায়দায় একটি কারাগারে রোববার সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৬০ কয়েদি নিহত ও অপর ৩৮ জন আহত হয়েছে। আক্রান্ত কারাগারটি আল-হোদায়দার আল-হায়দিয়া জেলায় অবস্থিত। সূত্র জানায়, রোববার ভোরে কারাগারটিতে বিমান হামলা শুরু হয় এবং কয়েক ঘণ্টা ধরে উপর্যুপরি হামলা চলে। বিমান থেকে ফেলা বোমা বিস্ফোরণে কারগারটি মাটিতে মিশে যায়। হাসপাতাল সূত্র ও হুথি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা এ খবর জানায়। হাসপাতাল সূত্র সিনহুয়াকে ৬০ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে বলে জানায়। পরে সাবা নিউজ এজেন্সি তাদের আরবি ও ইংরেজি ওয়েবসাইটে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে। উদ্ধারকর্মীরা এখনো কারাগারস্থলে তল্লাশি চালাচ্ছে। আল-হোদায়দার স্বাস্থ্য দপ্তর আহতদের বাঁচাতে জনগণকে রক্ত দেয়ার আহ্বান জানিয়েছে।
×