ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেমিকাকে অর্থ দেয়ার অভিযোগে তদন্ত

প্রকাশিত: ১৮:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রেমিকাকে অর্থ দেয়ার অভিযোগে তদন্ত

অনলাইন ডেস্ক ॥ রাজিলের পুলিশ দেশটির একজন সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো হেনরিক কারদোসোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। মি: কারদোসোর বিরুদ্ধে অভিযোগ হলো তিনি ক্ষমতায় থাকাকালে স্পেনে তার প্রেমিকাকে নিয়মিত অর্থ দেয়ার জেন্য একটি প্রাইভেট কোম্পানিকে নির্দেশ দিয়েছিলেন। ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। মিস্টার কারদোসো অভিযোগ প্রত্যাখ্যান করলেও মিরিয়ান দুত্রা নামের ব্রাজিলের একজন সাবেক টিভি সাংবাদিক বলেছেন তিনি চার বছর ধরে প্রতি মাসে তিন হাজার ডলার করে পেয়েছেন। মিস দুত্রা বলেন তিনি গর্ভবতী হয়ে পড়লে প্রেসিডেন্ট কারদোসো তাকে গর্ভপাতের পরামর্শ দিলে তাদের মধ্যকার বিবাহ বহির্ভূত সম্পর্ক ভেঙ্গে যায়। সূত্র : সূত্র বিবিসি বাংলা
×