ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন জয়রাম জয়ললিতা। দুর্নীতির মামলায় তার দ-াদেশ উচ্চতর এক আদালত বাতিল করার ফলে আটমাস পর আবার মুখ্যমন্ত্রী হলেন প্রভাবশালী এ রাজনীতিক। খবর এনডিটিভি ও আজকালের।
মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে স্থানীয় সময় সকাল ১১টায় ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। জয়ললিতার সঙ্গে এদিন শপথ নেন তার মন্ত্রিসভার ২৮ সদস্য। পছন্দের সবুজ শাড়ি পরে তামিল ভাষায় শপথ নেন তিনি। কর্ণাটকের এক বিশেষ আদালতে সম্পত্তি সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছর সেপ্টেম্বরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিতে বাধ্য হন এআইএডিএমকে সুপ্রিমো। তবে কর্ণাটক হাইকোর্ট গত সপ্তাহে ওই মামলা বাতিল করেন। জয়ললিতার অনুপস্থিতিতে এত দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তারই বিশ্বস্ত নেতা পান্নিরসেলভাম। তিনি শুক্রবার পদত্যাগ করেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তথা জয়ললিতার প্রতিবেশী রজনীকান্ত ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান এন শ্রীনিবাসন। এদিন শপথ গ্রহণের পর জয়ললিতা তার পয়েজ গার্ডেনের বাড়িতে ফিরে যান। রবিবার থেকে তিনি তাঁর কাজ শুরু করবেন বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জয়ললিতা
প্রকাশিত: ০৪:৪০, ২৪ মে ২০১৫
শীর্ষ সংবাদ: