ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আকাশে জ্বালানি ফুরিয়ে যায় যুদ্ধবিমানের, অতঃপর...

প্রকাশিত: ০৮:৪৩, ১৫ জুলাই ২০২৫

আকাশে জ্বালানি ফুরিয়ে যায় যুদ্ধবিমানের, অতঃপর...

আকাশে জ্বালানি ফুরিয়ে যায় যুদ্ধবিমানের

তেহরানের আকাশে জ্বালানি ফুরিয়ে যায় ইসরায়েলি যুদ্ধবিমানের। সামনে তখন মাত্র দুটি পথ খোলা- জরুরি অবতরণ কিংবা মাঝ আকাশে রিফুয়েলিং। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, পাইলটের সামনে দাঁড়িয়ে ভয়াবহ এক সিদ্ধান্তের মুহূর্ত।  ইরানের রাজধানী তেহরানের অভিমুখে অগ্রসর হওয়ার সময় এই সমস্যা ধরা পড়ে।

কঠিন সে পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তটিই নিতে সক্ষম হন ইসরায়েলি সেই পাইলট। শেষ মুহূর্তে জরুরি রিফুয়েলিংয়ের মাধ্যমে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানটি। সেদিন ঠিক কী ঘটেছিল তা এবার প্রকাশ্যে আনল ইসরায়েলি গণমাধ্যম।

শনিবার (১৩ জুলাই) ইসরায়েলের জনপ্রিয় টিভি চ্যানেল ‘চ্যানেল ১২’-এর প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানের অভিমুখে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান জ্বালানি ট্যাংকের সমস্যার সম্মুখীন হয়। তখন যুদ্ধবিমানটি ইরানের গভীর ভেতরে প্রবেশ করে ফেলেছে এবং পাইলট তৎক্ষণাৎ পরিস্থিতির কথা নিয়ন্ত্রণকক্ষকে জানায়।

এই মিশনের সময় ইসরায়েলি বিমানগুলোকে কোনো আকাশভিত্তিক রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান সঙ্গ দিচ্ছিল না। তাই দ্রুতই একটি রিফুয়েলিং প্লেন পাঠানোর পরিকল্পনা করা হয়।

রিফুয়েলিং প্লেন সময়মতো পৌঁছাতে ব্যর্থ হলে যুদ্ধবিমানটিকে ইরানের প্রতিবেশী কোনো দেশে জরুরি অবতরণ করতে হতে পারত এমন একটি বিকল্প পরিকল্পনাও তৈরি করা হয়েছিল। তবে প্রতিবেদনটি সেই নির্দিষ্ট দেশের নাম প্রকাশ করেনি।

শেষ পর্যন্ত রিফুয়েলিং প্লেন সময়মতো পৌঁছে যায় এবং সফলভাবে জ্বালানি সরবরাহ করে বিমানটিকে রক্ষা করে। চ্যানেল ১২ জানায়, এই মিশনটি শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এবং আর কোনো কারিগরি ত্রুটি দেখা দেয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৩ জুন ইরানের উপর আকস্মিক হামলা শুরুর আগে ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান টোমার বার অভ্যন্তরীণ সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, যুদ্ধের প্রথম ৭২ ঘণ্টায় ইসরায়েলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হতে পারে, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি।

অন্যদিকে, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছিল, তাদের বাহিনী দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করে এবং একজন পাইলটকে আটক করে। তবে ইসরায়েলের আরবি ভাষার মুখপাত্র অভিচাই আদরায়ি এই দাবি নাকচ করে বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন।

তাসমিম

×