ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১০ লাখ বইয়ের গ্রন্থাগার

ইয়াহু নিউজ

প্রকাশিত: ২১:৩৫, ১৩ আগস্ট ২০২২

১০ লাখ বইয়ের গ্রন্থাগার

১০ লাখ বইয়ের গ্রন্থাগার

তুরস্কের ইস্তান্বুল মেদেনিয়েত ইউনিভার্সিটি যাত্রা শুরু করে ২০১০ সালেবিশ্ববিদ্যালয়টি এবার সংবাদের শিরোনাম হয়েছে অন্য রকম এক অর্জনের জন্যআর সেটি হলো বিশ্ববিদ্যালয়টির চোখধাঁধানো বিশাল গ্রন্থাগারের যাত্রাশুক্রবার থেকে ১০ লাখ বই নিয়ে যাত্রা শুরু করেছে ইস্তান্ব^ুল মেদেনিয়েত ইউনিভার্সিটির জিরাত ব্যাংক লাইব্রেরিতিন হাজার আসনের এই গ্রন্থাগারের অভ্যন্তরীণ সাজসজ্জা যে কাউকে বিমোহিত করবেএই গ্রন্থাগারে রয়েছে লকার সুবিধাআছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাওবিশাল ভবনে রয়েছে মসজিদ ও কনফারেন্স হল-ইয়াহু নিউজ

×