ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্লোভাকিয়া-হাঙ্গেরি-চেক প্রজাতন্ত্রে তেল রপ্তানি বন্ধ রাশিয়ার 

প্রকাশিত: ১৯:১৯, ১০ আগস্ট ২০২২

স্লোভাকিয়া-হাঙ্গেরি-চেক প্রজাতন্ত্রে তেল রপ্তানি বন্ধ রাশিয়ার 

তেল সরবরাহের পাইপ লাইন স্থাপনা

ইউরোপের তিন দেশে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে পাইপলাইনের ভাড়া পরিশোধ করতে না পারায় তেল সরবরাহ বন্ধ করা হয়েছে স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্রে। 

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় পাইপলাইন পরিচালনাকারী সংস্থা ট্রান্সনেফট জানিয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে দ্রুজবা পাইপলাইনের ভেতর দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। এই পাইপলাইনের ভেতর দিয়েই চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরিতে তেল সরবরাহ করে আসছে রাশিয়া।

কোম্পানির বিবৃতিতে বলা হয়, গত ৪ আগস্ট ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার তেল পরিবহন বন্ধ করে দিয়েছে কিয়েভ। ইউক্রেন পাইপ লাইনের ভাড়া বাবদ অর্থ না পাওয়ার কারণে তারা তেল পরিবহন বন্ধ করে দেয় বলে জানিয়েছে কোম্পানিটি। 

স্লোভাকিয়া শোধনাগারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, কয়েকদিন ধরে তেল পরিবহন বন্ধ রয়েছে। তবে বেলারুশ হয়ে পোল্যান্ড এবং জার্মানিতে সরবরাহ স্বাভাবিকভাবে অব্যাহত ছিল বলে ট্রান্সনেফটের বিবৃতিতে বলা হয়েছে।

সূত্র: আল জাজিরার। 

এসআর

×