ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিউলে বন্যায় ৮ জনের মৃত্যু

খবর বিবিসির

প্রকাশিত: ২১:০৮, ১০ আগস্ট ২০২২

সিউলে বন্যায় ৮ জনের মৃত্যু

সিউলে ভারি বর্ষণে সড়ক, মেট্রো স্টেশন প্লাবিত

তীব্র মৌসুমি বর্ষার কবলে পড়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি অংশে সৃষ্ট বন্যায় অন্তত আটজনের মৃত্যু এবং আরও ১৪ জন আহত হয়েছে। সোমবার রাতে ভারি বর্ষণে সড়ক, মেট্রো স্টেশন প্লাবিত হয়ে পড়ে। সিউলসহ আশপাশের প্রদেশগুলোতে দেখা দেয় লোডশেডিং। খবর বিবিসির।
কোরিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, কয়েকটি এলাকায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, আগামী কয়েক দিন ধরে তীব্র বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ছবিতে দেখা গেছে, মেট্রো স্টেশনের সিঁড়ি ডুবে গেছে, পার্কিংয়ে রাখা গাড়ির জানালা পর্যন্ত ডোবা আর মানুষ রাস্তায় হাঁটু পানির মধ্য দিয়ে চলাফেরা করছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মারা যাওয়া তিনজন বেজমেন্টে বানানো এ্যাপার্টমেন্টে বসবাস করতেন। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, সড়কে কোমর সমান পানি জমে যাওয়ায় ওই এ্যাপার্টমেন্টে প্রবেশ করতে পারেননি। মারা যাওয়া অন্যদের মধ্যে একজন বিদ্যুতায়িত হয়েছেন, একজনকে বাসস্টপের ধ্বংসাবশেষের নিচে পাওয়া গেছে।

×