
ফিলিস্তিনী পতাকা নিয়ে তেহরানে বিক্ষোভ
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের হামলায় ফিলিস্তিনের আল-আকসা শহীদ ব্রিগেডের স্থানীয় প্রধান কমান্ডার ইব্রাহিম আল-নাবলুসি নিহত হয়েছেন। নাবলুস শহরে কমান্ডার নাবলুসির বাড়ির ওপর চালানো এ অভিযানে তার সঙ্গে নিহত হয়েছে আরও দুই ফিলিস্তিনী। খবর আলজাজিরার।
হামলায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট। আল-আকসা শহীদ ব্রিগেড পশ্চিম তীর নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনী আন্দোলনের দল ফাতাহ সংশ্লিষ্ট মিলিশিয়া নেটওয়ার্ক। ইসরাইলের অভিযোগ, ইব্রাহিম আল-নাবলুসির নেতৃত্বাধীন শাখা পশ্চিম তীরে ইসরাইলীদের ওপর একাধিক হামলা চালিয়েছে। ইসরাইলী গণমাধ্যমে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে এক অভিযানে ইব্রাহিম আল-নাবলুসির তিন সহযোগী নিহত হলেও নাবলুসি পালিয়ে যান। পরে তিনি গ্রেফতারও এড়িয়ে যেতে পেরেছিলেন। মঙ্গলবার ইসরাইলের চালানো হামলায় নাবলুস শহরের বাড়ির ওপর কাঁধ থেকে ছোড়া রকেট ব্যবহার করে নাবলুসিকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করা হয়।
ওই বাড়ি এবং শহরের অন্যান্য স্থানে চলমান বন্দুকযুদ্ধে বহু ফিলিস্তিনী আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে ইসরাইলী সেনাদের কেউ হতাহত হয়নি। ইসরাইলী গণমাধ্যমের খবর অনুযায়ী, আল-আকসা শহীদ ব্রিগেড পশ্চিম তীরে ইসরাইলীদের ওপর হামলা চালাতে ফিলিস্তিনী ইসলামিক জিহাদকে (পিআইজে) সহযোগিতা করেছে।
এদিকে, ইসরাইলের ফিলিস্তিনী ভূখ-ে বোমাবর্ষণ এবং শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে সরব হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাজকুমারী হিন্দ বিনতে ফয়সাল আল-কাসিমি। সাম্প্রতিক এক টুইটে তিনি বিভিন্ন যুদ্ধে মুসলমানদের মৃত্যুকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন। গত ২৫ বছরে যুদ্ধে ১ কোটি ২৫ লাখ মুসলমান মারা গেছেন দাবি করে তিনি লিখেছেন, আপনি কখনও শুনবেন না যে একজন মুসলমান বই লিখেছেন, সিনেমা বানিয়েছেন বা আইনী লড়াই করছেন যেখানে বলা হচ্ছে যে, আপনি যদি আমাদের দুর্দশায় সহানুভূতি না দেখান তবে আপনার মানবিকতা নেই। আমরা ক্ষমা করি এবং এগিয়ে যাই।