ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

প্রকাশিত: ১৪:২০, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১৪:২১, ২৩ জুলাই ২০২৫

বিদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

 যুক্তরাষ্ট্রের ভিসা

 যুক্তরাষ্ট্রের প্রশাসন স্পষ্ট ভাষায় জানিয়েছে, সহিংসতা, হামলা কিংবা অন্যান্য গুরুতর অপরাধের সঙ্গে জড়িত হলে তাৎক্ষণিকভাবে ভিসা বাতিল করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতাও হারাতে হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতে অবস্থিত দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ (পূর্বে টুইটার) এক সরকারি বিবৃতিতে বলেছে, “ভিসা হলো একটি সুযোগ, অধিকার নয়। দেশে বা বিদেশে সংঘটিত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অভিবাসন আইনে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।”

তাদের ভাষ্য অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক বর্তমানে মার্কিন ভিসায় দেশটিতে অবস্থান করছেন, মূলত তাদের উদ্দেশ্য করেই এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

এই সতর্কবার্তাটি এসেছে এমন এক সময়, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের ‘অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ (Zero Tolerance) নীতি আরও জোরদার করার অঙ্গীকার করছেন। তার লক্ষ্য—যুক্তরাষ্ট্রে অবস্থানরত অপরাধে জড়িত বিদেশিদের দ্রুত বিতাড়ন করা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মাত্র তিন মাসেই যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৪২ হাজারেরও বেশি অভিবাসীকে বিতাড়ন করা হয়েছে।

তাসমিম

×