দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha

ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

waltonbd
waltonbd
Sopno
Sopno
adbilive
adbilive
SomajVabna
গ্রিন শিপইয়ার্ডে রূপান্তর হচ্ছে জাহাজ ভাঙা শিল্প

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তর হচ্ছে জাহাজ ভাঙা শিল্প

ষাটের দশকে চট্টগ্রামের সীতাকুন্ডের সাগর উপকূলে শুরু হয় পুরাতন জাহাজ ভাঙা শিল্পের গোড়াপত্তন। লাভজনক হওয়ায় দেশে পুঁজিপতিরা এ ব্যবসায় বিনিয়োগ করেন। সম্প্রসারিত হতে থাকে এ খাত। বর্তমানে ৪০টির মতো শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে। যদিও কাগজে কলমে বাংলাদেশে ১৫০টি শিপইয়ার্ডের নিবন্ধন রয়েছে। তবে দেশে শিল্প খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত জাহাজ ভাঙা শিল্প। সুষ্ঠু-সুন্দর কর্মপরিবেশ না থাকা, শ্রমিক মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দেশের শিপ ইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ডে রূপান্তরের নির্দেশনা দেয় হংকং কনভেনশন। বর্তমানে ৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন ইয়ার্ডের স্বীকৃতি পেয়েছে। বাস্তবায়নের পথে রয়েছে আরও ১০টি। তবে এখন আর্থিক ও বিভিন্ন সংকটে গ্রিন শিপইয়ার্ড রূপান্তর বেশ কষ্টসাধ্য।