ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বেশি বেশি মাছ কেন খাবেন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ২০ এপ্রিল ২০২৫

বেশি বেশি মাছ কেন খাবেন?

গরমের সময়ে মাছ খাওয়ার প্রবণতা বাড়ে। বিশেষজ্ঞরা বলেন, মাছ প্রোটিনে সমৃদ্ধ ও সাধারণত কম চর্বিযুক্ত হওয়ায় এটি অত্যন্ত স্বাস্থ্যকর। এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য উপকারী ভিটামিন ও খনিজে ভরপুর। এমনকি শিশুদের মধ্যে মাছ খাওয়ার কারণে সহানুভূতিশীল আচরণও দেখা যায়।

সাদা মাছের উপকারিতা:
কড, হ্যাডক, সিব্রিম, সিবাস, প্লেইস ইত্যাদি সাদা মাছ কম ক্যালরিযুক্ত ও চর্বিমুক্ত, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে প্রচুর বি-ভিটামিন, সেলেনিয়াম, আয়োডিন ও দস্তা (জিঙ্ক) থাকে। পলক মাছকে সবচেয়ে স্বাস্থ্যকর সাদা মাছ বলা হয়।

ওমেগা-৩ এর উৎস:
সিব্রিম, সিবাস, টারবট ইত্যাদি সাদা মাছেও সামান্য পরিমাণে ওমেগা-৩ থাকে, কিন্তু চর্বিযুক্ত মাছের তুলনায় অনেক কম।

ওমেগা-৩ ও তেলযুক্ত মাছ:
চর্বিযুক্ত মাছ যেমন ম্যাকারেল, সার্ডিন, স্যামন, ট্রাউট ইত্যাদিতে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে সহায়ক। এগুলো রক্তচাপ কমায়, রক্তনালির স্থিতিস্থাপকতা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে।

ভিটামিন ডি-এর চমৎকার উৎস:
তেলযুক্ত মাছ ভিটামিন ডি-এর ভালো উৎস। গ্রিল করা স্যামনে থাকে ১৩.৩ মাইক্রোগ্রাম, ট্রাউটে ১২.৭ মাইক্রোগ্রাম, ম্যাকারেলে ১২.৩ মাইক্রোগ্রাম ভিটামিন ডি।

সবচেয়ে উপকারী তেলযুক্ত মাছ:
হেরিং মাছকে সেরা বলা হয়, কারণ এতে ওমেগা-৩, প্রোটিন, ভিটামিন ডি ও বি১২ ছাড়াও গাট হেলথের জন্য উপকারী গাঁজনজাত বৈশিষ্ট্য রয়েছে।

কিভাবে খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর?
সাদা মাছ: স্টিম, গ্রিল বা টমেটো-ভিত্তিক সস দিয়ে রান্না করা ভালো।
তেলযুক্ত মাছ: গ্রিল করে, লেবুর রস ও সয়া সস দিয়ে, সঙ্গে হোলউইট কুসকুস ও সালাদ খেতে পারেন।

কতবার খাওয়া উচিত?
সপ্তাহে অন্তত ২ বার মাছ খাওয়া উচিত, যার একটি তেলযুক্ত হওয়া বাঞ্ছনীয়। তবে গর্ভবতী বা গর্ভধারণে ইচ্ছুক নারীদের ও শিশুরা কিছু নির্দিষ্ট মাছ যেমন হাঙ্গর, সোর্ডফিশ, মারলিন এড়িয়ে চলবেন।

মুমু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার