
হাসপাতালে ডেঙ্গু রোগী। ফাইল ছবি।
সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে আক্রান্ত ৭ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৩৬ জন। মারা গেছেন ৯ জন।
উল্লেখ্য, গত বছর ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে ২৮১ জনের মৃত্যু হয়।
এমএম