
গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সভাপতি নুর আলম জিকুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া নেওয়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কোনাবাড়ী থানা পুলিশ। গাজীপুরের কোনাবাড়ি থানার ওসি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীদের ওপর বিভিন্ন হামলার অপরাধে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুর আলম জিকুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে তার ভাড়া করা নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নোভা