ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশে আরও ৫৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১৮:০৫, ১৯ আগস্ট ২০২২

দেশে আরও ৫৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

হাসপাতালে ডেঙ্গু রোগী

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ জনই ঢাকার এবং ঢাকার বাইরের  ৮ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। 

শুক্রবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৯ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ২২৮ জন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৫২২ জন এবং ঢাকার বাইরের ৭০৬ জন। সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮১৩ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।

×