ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পৃথিবীর রহস্যময় ও বিপজ্জনক ১০ টি‌ নদী

প্রকাশিত: ১৬:২৭, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:২৯, ১৩ এপ্রিল ২০২৫

পৃথিবীর রহস্যময় ও বিপজ্জনক ১০ টি‌ নদী

ছবি: সংগৃহীত

নদী প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন। কিন্তু কিছু বৈশিষ্টের কারণে তারা হয়ে ওঠে রহস্যময় ও বিপজ্জনক।

পৃথিবীর এমন ১০ টি‌ বিপজ্জনক নদী হলো:

১. ইয়াংসি নদী:

চীনের ইয়াংসি নদী এশিয়ার দীর্ঘতম ও পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী। ইয়াংসি নদীর তীব্র স্রোত ও অনিয়মিত আবহাওয়া এটিকে ভয়ঙ্কর করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বন্যার সময় এর দুই ধারের এলাকাগুলোকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়।

২. কঙ্গো নদী

কঙ্গো নদীকে হার্ট আফ ডার্কনেস নামেও ডাকা হয়। এটি আফ্রিকার সবচেয়ে গভীর নদী, যার গভীরতা ৭৫০ ফুট পর্যন্ত হতে পারে। এর স্রোত এতোটাই শক্তিশালী যা বড় বড় নৌকা কেও উল্টে দিতে পারে। এতে থাকা বিভিন্ন লুকায়িত ঘূর্ণির করণে এটি আরো প্রাণঘাতী হয়ে ওঠে। এছাড়াও এর আশেপাশের বনাঞ্চলে রয়েছে হিংসা জীবজন্তু যা পরিবেশকে আরো বিপজ্জনক করে তোলে।

৩. আমাজন নদী

এটি শুধু বিশ্বের প্রশ্বস্ততম নদীই নয়, এর পানিতে থাকা অ্যানাকোন্ডা ও ভয়ঙ্কর সব প্রাণী এটিকে আরো রহস্যময় ও ভয়ঙ্কর করে তুলেছে। এর অনিশ্চিত আবহাওয়া ও প্রবল স্রোতের কারণে এখানে মৃত্যু হয়েছে অনেক পর্যটক ও নাবিকের।

৪. ব্রহ্মপুত্র

ব্রহ্মপুত্র তার স্রোতের জন্য পরিচিত। বর্ষাকালে এর আশেপাশের এলাকায় দেখা দেয় নদী ভাঙ্গন ও বন্যা। এর ফলে প্রতিবছর অনেক মানুষ ও পশুপাখি প্রাণ হারায়।

৫. মিশিশিপি নদী

মিশিশিপি নদীকে আমেরিকার প্রাণবাহী বলা হয়। কিন্তু এর স্রোত ও গভীরতা এটিকে বিপজ্জনক করে তোলে। এই নদীর বন্যা ও ঢলে পড়ে প্রতিবছর প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এর অনিয়ন্ত্রিত স্রোত ও বিশালতায় অনেক নাবিক ও সাঁতারু এতে প্রাণ হারিয়েছেন।

৬. জাম্বেজি নদী

জাম্বেজি নদী বিশ্বের সবচেয়ে সুন্দর ও বিপজ্জনক নদীগুলোর মধ্যে অন্যতম। এই নদীতে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত এটিকে আকর্ষণীয় করে তুলেছে। তবে প্রবল স্রোত, পানিতে থাকা সাপ ও কুমির এই নদীকে বিপজ্জনক করে তোলে।

৭. রিও টিন্টো নদী

রিও টিন্টো নদী দেখতে যতটা সুন্দর এর পানি ততটাই বিষাক্ত। এর পানি লাল রঙের। এতে প্রচুর আয়রন ও খনিজ উপাদান‌ রয়েছেন। ফলে এর পানি পান করা দূরের কথা, এটি ছোঁয়াও বিপজ্জনক। বিজ্ঞানীরা এটিকে এলিয়েন রিভার বলেন। কারণ এখানকার পরিবেশ পৃথিবীর অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণ আলাদা ও বিষাক্ত।

৮. নীলনদ

নীলনদ কে মিশরীয় সভ্যতার উৎস বলা হয়। তবে এর গভীরতা ও বিশাল স্রোত এটিকে বিপজ্জনক করে তোলে। এর পানিতে থাকা বিশাল কুমির ও সাপ এটিকে আরো রহস্যময় করে তোলে।

৯. ভলগা নদী

ভলগা নদী রাশিয়ার সবচেয়ে দীর্ঘ নদী। তবে এর হিমশীতল পানি ও গভীরতা এটিকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। শীতকালে এর পানি সম্পূর্ণরূপে জমে যায়, যার ফলে জনজীবন ব্যাহত হয়। আবার গ্রীষ্মকালে এই নদীর ঝড় প্রবল ক্ষয়ক্ষতি করে।

১০. সীতারাম নদী

সীতারাম নদী ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত এবং এটি বিশ্বের সবচেয়ে দূষিত নদীগুলোর মধ্যে অন্যতম। এর পানিতে প্রচুর বর্জ্য থাকায় এর পানি বিষাক্ত হয়ে পড়েছে। তারপরেও স্থানীয় বাসিন্দারা এই নদীর ওপর নির্ভরশীল।

সূত্র: https://www.facebook.com/share/v/1EqTRst3ov/

মায়মুনা

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার