
সুজেয় শ্যাম
জাতীয় শোক দিবস উপলক্ষে বিটিভিতে আজ দুপুর ১২টায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এতে ছয়টি মৌলিক গান প্রচার হবে। ছয়টি গানেরই সুর করেছেন সুজেয় শ্যাম। সঙ্গীত পরিচালনা করেছেন অপু আমান। এতে অপু আমান নিজেও একটি গান গেয়েছেন। বাকি পাঁচটি গান গেয়েছেন শিল্পী রফিকুল আলম, প্রিয়াঙ্কা গোপ, আতিক, মেজবাহ বাপ্পি ও প্রিয়াংকা বিশ^াস। গানগুলো লিখেছেন যথাক্রমে গাজী মাজহারুল আনোয়ার, পান্না লাল দত্ত ও জাহাঙ্গীর আলম।
সুজেয় শ্যাম বলেন, রফিকুল আলম থেকে শুরু করে এই প্রজন্মের যারাই গানগুলো গেয়েছেন প্রত্যেকেই ভীষণ দরদ দিয়ে, আন্তরিকতা দিয়ে গানগুলো গেয়েছেন। প্রত্যেকেই আসলে গানের প্রতি এত ডেডিকেটেড যে তাদের আমি একবার বুঝিয়ে দিলেই তারা বিষয়টা বুঝে নিতে পারেন, আমি কী বলতে চেয়েছি। আর অপু দীর্ঘদিন ধরেই আমার সঙ্গে কাজ করছে।
যে কারণে আমি একটি গানের সঙ্গীতায়োজনে কী চাই তা সে খুব ভাল বুঝতে পারে। অপু আমান বলেন, শ্রদ্ধেয় সুজেয় স্যারের সান্নিধ্যে থেকে তার সৃষ্ট সুর নিয়ে সঙ্গীতায়োজন করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের এবং আনন্দের। তার সুরের ভেতরে নোটেশনের খেলাটা দারুণ চমৎকার।
কিভাবে তিনি একটি সুরের ভেতর এত নোটের ব্যবহার করেন, তা আমাকে রোমাঞ্চিত করে। এই বয়সে এসেও ধৈর্য নিয়ে খুব হাস্যোজ্জ্বল মুডে কাজ করেন। অনেক সময় আমি ক্লান্ত হয়ে গেলেও তিনিই আমাকে সাহস দেন। তার সান্নিধ্য, সংস্পর্শ আমার অনেক বড় প্রাপ্তি।