ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বিশ্বের ধনী অভিনেতাদের তালিকা! শাহরুখ খান আছেন কত নম্বরে?

প্রকাশিত: ০৯:১০, ৮ জুলাই ২০২৫

বিশ্বের ধনী অভিনেতাদের তালিকা! শাহরুখ খান আছেন কত নম্বরে?

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধনী ১০ অভিনেতার তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ম্যাগাজিন এসকোয়ার। এই তালিকায় বলিউড বাদশাহ শাহরুখ খান আছেন চতুর্থ স্থানে, যিনি একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন এই তালিকায়।

শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৭৬.৫ মিলিয়ন ডলার। তার সম্পদের উৎস শুধু সিনেমা নয়, তিনি ক্রিকেট দল, প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্যবসা থেকে বিপুল অর্থ আয় করেন। ২০২৩ সালে পাঠান ও জওয়ান সিনেমা দিয়ে বিশ্বব্যাপী রেকর্ড আয় করেন তিনি।

শীর্ষ স্থানে আছেন অ্যারনল্ড শোয়ার্জনেগার। তিনি শুধু অভিনেতা নন, রাজনীতিক ও বিশাল ব্যবসায়ীও। তার মোট সম্পদ ১.৪৯ বিলিয়ন ডলার। রিয়েল এস্টেট ও বিনিয়োগ থেকেই তার আয়ের বড় অংশ আসে।

দ্বিতীয় স্থানে আছেন ডোয়েইন ‘দ্য রক’ জনসন। সাবেক রেসলার থেকে বিশ্বখ্যাত অভিনেতা হওয়া এই তারকার সম্পদ ১.১৯ বিলিয়ন ডলার। তিনি ‘তেরেমানা টেকিলা’ নামের একটি ব্র্যান্ড থেকে প্রচুর অর্থ আয় করেন।

তৃতীয় স্থানে আছেন টম ক্রুজ। শুধু অভিনয় থেকেই তার সম্পদ ৮৯১ মিলিয়ন ডলার।

শীর্ষ ১০ ধনী অভিনেতার তালিকা:
১. অ্যারনল্ড শোয়ার্জনেগার – ১.৪৯ বিলিয়ন ডলার
২. ডোয়েইন ‘দ্য রক’ জনসন – ১.১৯ বিলিয়ন ডলার
৩. টম ক্রুজ – ৮৯১ মিলিয়ন ডলার
৪. শাহরুখ খান – ৮৭৬.৫ মিলিয়ন ডলার
৫. জর্জ ক্লুনি – ৭৪২.৮ মিলিয়ন ডলার
৬. রবার্ট ডি নিরো – ৭৩৫.৩৫ মিলিয়ন ডলার
৭. ব্র্যাড পিট – ৫৯৪.২৩ মিলিয়ন ডলার
৮. জ্যাক নিকোলসন – ৫৯০ মিলিয়ন ডলার
৯. টম হ্যাঙ্কস – ৫৭১.৯৪ মিলিয়ন ডলার
১০. জ্যাকি চ্যান – ৫৫৭.০৯ মিলিয়ন ডলার

তালিকায় থাকা বেশিরভাগ তারকার আয় শুধু সিনেমা থেকে নয়, বরং ব্যবসা, রিয়েল এস্টেট, প্রযোজনা ও ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমেও তারা বিশাল সম্পদের মালিক হয়েছেন।

আবির

×