
ছবি: সংগৃহীত
শুধু দেশে না বিদেশেও অরিজিৎ সিং সমান জনপ্রিয়। তাঁর জিয়াগঞ্জের বাড়িতে দেখা যায় আন্তর্জাতিক তারকাদের। তবে অরিজিতের বোন অমৃতা কেন থেকে গেলেন প্রচারের আড়ালে!
পরিচালক মৈনাক ভৌমিকের ছবি ‘জেনারেশন আমি’-র ‘ভুলে যেও আমাকে’ গান অমৃতার প্রথম প্লে ব্যাক। বিসমিল্লা সিনেমার ‘তোমাকে দেখিনি’ গানটিও তাঁর গাওয়া। অমৃতাকে দেখা গিয়েছিল সারেগামাপা-র মঞ্চেও। তবে সেভাবে প্রচারের আলোয় থাকেন না তিনি। আর তাঁকে কখনও দাদার সঙ্গে একই মঞ্চে দেখাও যায় না।
পরিচালক মৈনাক ভৌমিকের ছবি ‘জেনারেশন আমি’-র ‘ভুলে যেও আমাকে’ গান অমৃতার প্রথম প্লে ব্যাক। বিসমিল্লা সিনেমার ‘তোমাকে দেখিনি’ গানটিও তাঁর গাওয়া। অমৃতাকে দেখা গিয়েছিল সারেগামাপা-র মঞ্চেও। তবে সেভাবে প্রচারের আলোয় থাকেন না তিনি। আর তাঁকে কখনও দাদার সঙ্গে একই মঞ্চে দেখাও যায় না।
অরিজিৎ সিংয়ের মতো অমৃতারও গানের প্রথম শিক্ষা মায়ের কাছেই। মা অদিতি সিং-এর গুরু বীরেন্দ্র প্রসাদ হাজারী এবং দাদা রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে গান শেখেন অমৃতা। তিনি কৌশিকী চক্রবর্তীর থেকেও তালিম নেন বলে জানা যায়। ইন্ডিয়ান আইডলের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে।
অরিজিৎ সিংয়ের মতো অমৃতারও গানের প্রথম শিক্ষা মায়ের কাছেই। মা অদিতি সিং-এর গুরু বীরেন্দ্র প্রসাদ হাজারীি এবং দাদা রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে গান শেখেন অমৃতা। তিনি কৌশিকী চক্রবর্তীর থেকেও তালিম নেন বলে জানা যায়। ইন্ডিয়ান আইডলের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে নিলয় মজুমদারকে বিয়ে করেন তিনি। নিলয় ভিডিয়ো এডিটর। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে।
‘পাগলেট’ নামের বলিউড ছবিতে অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজ করেছেন অমৃতা। জুবিন নটিওয়ালের সঙ্গে হেট স্টোরি ৪ সিনেমাতেও তিনি গান গেয়েছেন। ‘ইতি মেমোরিজ’-ওয়েব সিরিজেও কণ্ঠ দিয়েছেন তিনি।
‘পাগলেট’ নামের বলিউড ছবিতে অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজ করেছেন অমৃতা। জুবিন নটিওয়ালের সঙ্গে হেট স্টোরি ৪ সিনেমাতেও তিনি গান গেয়েছেন। ‘ইতি মেমোরিজ’-ওয়েব সিরিজেও কণ্ঠ দিয়েছেন তিনি।
জানা যায়, কখনও দাদার নাম ভাঙিয়ে কাজ পাওয়ার চেষ্টা করেননি অমৃতা। দাদার সঙ্গে তাঁর গান নিয়ে অনেক কথা হয় বলে জানান। তবে অরিজিৎ কখনও বোনকে সুযোগ পাইয়ে দিতে নিজের প্রভাব খাটাননি বলেই জানা যায়।
জানা যায়, কখনও দাদার নাম ভাঙিয়ে কাজ পাওয়ার চেষ্টা করেননি অমৃতা। দাদার সঙ্গে তাঁর গান নিয়ে অনেক কথা হয় বলে জানান। তবে অরিজিৎ কখনও বোনকে সুযোগ পাইয়ে দিতে নিজের প্রভাব খাটাননি বলেই জানা যায়।
অমৃতা বলেন, দাদার মতো তাঁকে কঠিন রাস্তা পাড়ি দিতে হয়নি। তাঁর চলার পথ কিছুটা মসৃণ ছিল। সংগীত পরিচালক প্রতীমের সঙ্গে কাজ করার সময় অরিজিতের স্ট্রাগল নিয়ে কথা বলেন তিনি। জানান, একটা সময় বাড়িতে স্রেফ ঘুমোতে আসতেন অরিজিত।
অমৃতা বলেন, দাদার মতো তাঁকে কঠিন রাস্তা পাড়ি দিতে হয়নি। তাঁর চলার পথ কিছুটা মসৃণ ছিল। সংগীত পরিচালক প্রতীমের সঙ্গে কাজ করার সময় অরিজিতের স্ট্রাগল নিয়ে কথা বলেন তিনি। জানান, একটা সময় বাড়িতে স্রেফ ঘুমোতে আসতেন অরিজিত।
শহীদ