
ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের পর্দা নামল শনিবার। উৎসবের সর্বোচ্চ পদক স্বর্ণপাম পেলেন ইরানের খ্যাতিমান পরিচালক জাফর পানাহি। ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবির সুবাদে এটি পেলেন ৬৪ বছর বয়সী এই নির্মাতা। সমাপনী অনুষ্ঠানে তার হাতে স্বর্ণপাম তুলে দেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। তখন মঞ্চে ছিলেন মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ।
আংশিক বিজয়ীদের তালিকা তুলে ধরা হলো-
মূল প্রতিযোগিতা: স্বর্ণপাম জাফর পানাহি (ইরান), সেরা অভিনেতা ওয়াগনার মোরা (ব্রাজিল), সেরা অভিনেত্রী নাদিয়া মেলিতি (ফ্রান্স), সেরা পরিচালক ক্লেবার মেনদোঙ্কা ফিলো ( ব্রাজিল), সেরা চিত্রনাট্যকার জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (বেলজিয়াম)।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : স্বর্ণপাম ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’ (তৌফিক বারহোম, ইসরাইল), স্পেশাল মেনশন : ‘আলী’ (আদনান আল রাজীব, বাংলাদেশ)।
আঁ সাঁর্তে রিগা : সেরা চলচ্চিত্র : দ্য মিস্টেরিয়াস গেজ অব দ্য ফ্লামিঙ্গো (দিয়েগো পেসপেদেস, চিলি), জুরি প্রাইজ : অ্যা পয়েট (সিমন মেসা সোতো, কলম্বিয়া), সেরা অভিনয়শিল্পী : ক্লিও দিয়ারা (আই অনলি রেস্ট ইন দ্য স্টর্ম), ফ্রাঙ্ক ডিলেন (আর্কিন, যুক্তরাজ্য), সেরা পরিচালক : আরব ও টারজান নাসের (ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা, ফিলিস্তিন), সেরা চিত্রনাট্যকার : পিলিয়ন (হ্যারি লাইটন, যুক্তরাজ্য)।
প্যানেল