
ফাতিমা তুয যাহরা ঐশী
বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম আলোচিত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী এবারই প্রথম স্টেজ শোতে সংগীত পরিবেশন করতে যুক্তরাজ্যের উদ্দেশে রবিবার রওনা হয়েছেন। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ফোক কনসার্টে গান গাইবেন তিনি। ঐশী জানান, ২৭ মে যুক্তরাজ্যের লন্ডনে এবং ২ জুন বার্মিংহামে সংগীত পরিবেশন করবেন তিনি। ঐশী বলেন, যুক্তরাজ্যে অনেক আগে থেকেই আমার গানের অনেক ভক্ত রয়েছেন। অনেক আগেই আসলে যুক্তরাজ্যে যাবার কথা ছিল। কিন্তু ব্যাটে বলে এবারই প্রথম যাওয়া হচ্ছে। আমার সঙ্গে পুরো টিম যাচ্ছে। শোটা যেহেতু ফোক গানের। তাই ফোক গান, লোক গান গাওয়ার পাশাপাশি নিজের গান গাইবো। সেই সঙ্গে সেখানে যেহেতু অনেক সিলেটি প্রবাসী ভাই বোন রয়েছেন। তাদের অনুরোধেও গান গাইবো। আর ফিরে এসে মধুপুরে তো যাচ্ছিই। আশা করছি যুক্তরাজ্যের শো ভালোভাবে শেষ করে ফিরে এসে দেশেও ব্যস্ত সময় কাটবে।
প্যানেল