ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কোরিয়াতে কি করছেন অভিনেতা মনোজ

প্রকাশিত: ২১:৩৯, ১৬ মে ২০২৫

কোরিয়াতে কি করছেন অভিনেতা মনোজ

ছবি: মনোজ প্রামাণিকের সৌজন্যে

ওয়েব সিরিজ "রঙিলা কিতাব" এবং ঈদের সিনেমা "দাগি"-তে স্বল্প সময়ের উপস্থিতিতেও অভিনেতা মনোজ প্রামাণিক নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তবে বর্তমানে এই অভিনেতা অভিনয়ের চেয়ে নির্মাণ এবং প্রযোজনাতেই বেশি মনোযোগী। গুণী এই শিল্পী বর্তমানে বুসান এশিয়ান ফিল্ম স্কুলের বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।

প্রায় এক দশক আগে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার পর মনোজ প্রামাণিক শিক্ষকতার সাথেও যুক্ত হন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে অধ্যাপনা করেন। ধীরে ধীরে নির্মাণের প্রতি তার আগ্রহ জন্মায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেমা প্রযোজনা করতে গিয়ে কাজটি আরও ভালোভাবে শেখার তাগিদ অনুভব করেন মনোজ। সেই লক্ষ্যেই তিনি বুসান এশিয়ান ফিল্ম স্কুলের দিকে নজর রাখেন।  অবশেষে মনোজ "প্রডিউসিং ট্র্যাক" প্রোগ্রামে সাত মাসের আবাসিক শিক্ষার্থী হিসেবে বৃত্তি লাভ করেন এবং গত ২১ মার্চ বুসানের উদ্দেশ্যে যাত্রা করেন। এই প্রোগ্রামে এশিয়ার ১৭টি দেশ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে থাকা, খাওয়া, রান্না করা এবং ঘোরাঘুরি দারুণ উপভোগ করছেন মনোজ।

মনোজ জানান, এই প্রোগ্রাম থেকে শুধু তিনিই নন, তার শিক্ষার্থীরাও উপকৃত হবেন। আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণ, যৌথ প্রযোজনা এবং পরিবেশনার ক্ষেত্রে এই প্রডিউসিং ট্র্যাক প্রোগ্রাম তাকে সমৃদ্ধ করবে বলে তিনি মনে করেন। কিছুদিন আগেই বুসান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে মনোজ প্রযোজিত মহিন রাখাইনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা "অ্যা স্নেইল উইদাউট শেল" প্রদর্শিত হয়েছে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকাও তার জন্য একটি চমৎকার অভিজ্ঞতা ছিল।

বুসানে যাওয়ার এক সপ্তাহ পরই দেশে মুক্তি পায় ঈদের সিনেমা "দাগি"। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় মনোজের চরিত্রটি ছোট হলেও অভিনেতা নিশোর সঙ্গে তার একটি দৃশ্য সিনেমার মোড় ঘুরিয়ে দেয়। মনোজ জানান, নিশো এবং শিহাব শাহীনের সঙ্গে কাজ করাটা তার জন্য অত্যন্ত শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। তিনি বিশেষভাবে নিশোর সঙ্গে ড্রামাটিক দৃশ্যটির কথা উল্লেখ করেন এবং শিহাব শাহীনকে ধন্যবাদ জানান অভিনেতাদের কাছ থেকে সেরাটা বের করে আনার জন্য। গত কয়েক বছরে স্বল্প উপস্থিতির বেশ কয়েকটি চরিত্রে কাজ করলেও প্রতিটি চরিত্রই স্বতন্ত্র ছিল বলে জানান মনোজ। "রঙিলা কিতাব"-এ তার নেতিবাচক চরিত্রটিও দর্শকদের মনে দাগ কেটেছে। বুসানে থেকেও তিনি "দাগি"-তে তার অভিনয়ের জন্য প্রশংসাসূচক বার্তা পাচ্ছেন।

দেশের বাইরে থাকায় এবারের ঈদের সিনেমা দেখা না হলেও, সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের কথা তার অজানা নয়। দর্শকের এই আগ্রহ তাকে আশাবাদী করে তুলেছে। কোরিয়ার সিনেমা দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মনোজ বলেন, সেখানকার মানুষ নিয়মিত সিনেমা দেখেন এবং নতুন সিনেমা মুক্তি পেলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দেশেও শুধু ঈদ নয়, অন্যান্য সময়েও এমন সিনেমা-উৎসব থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।

মনোজ নিজেও গত কয়েক বছর ধরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ ও প্রযোজনার সাথে যুক্ত। ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুব্রত সরকারের সাথে যৌথভাবে "হইতে সুরমা" নিয়ে অংশগ্রহণ করেছিলেন তিনি। 

বুসানে থাকার কারণে এবারের ঈদের নাটকে মনোজের উপস্থিতি নেই। আগামী ঈদেও তাকে পাওয়া যাবে না। ফিরতে আরও পাঁচ মাস বাকি। তবে দেশে ফেরার পর নতুন কাজ দিয়ে তিনি এই অনুপস্থিতি পুষিয়ে দেবেন বলে জানিয়েছেন। শিক্ষকতা ও প্রযোজনার পাশাপাশি মনোজ ভবিষ্যতে কেবল সেই ধরনের প্রকল্পেই অভিনয় করবেন যা তার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে হবে।

সাব্বির

×