ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

জাহিদ অন্তুর কণ্ঠে ‘আকাশ হয়ে আছ তুমি’

বিনোদন রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৮, ১৬ মে ২০২৫

জাহিদ অন্তুর কণ্ঠে ‘আকাশ হয়ে আছ তুমি’

ছবিঃ সংগৃহীত

আরটিভির ইয়ং স্টার রিয়েলিটি শোতে বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে পা রাখেন কণ্ঠশিল্পী জাহিদ অন্তু। এখন নিয়মিত নতুন নতুন গান প্রকাশ ও স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন বলেন জানান তিনি।

বৃহাস্পতিবার (১৫ মে) প্রকাশ হয়েছে তার নতুন গানচিত্র ‘আকাশ হয়ে আছ তুমি’।

মামুন আফনান রুমির কথায় এটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন এপি শুভ। গানচিত্রে মডেল হয়েছেন সিয়াম মৃধা ও তিশমা মাধবর। এটি পরিচালনা করেছেন সাইফুল আলম চৌধুরী। গানচিত্রটি বাংলা এক্সপ্রেস ইউটিউবের চ্যানেলে প্রকাশ হয়েছে।

গানটি নিয়ে জাহিদ অন্তু বলেন, ‘‘গানটির কথাগুলো ভালো লাগায় আমি নিজেই সুর করেছি। আমার পছন্দের একটি গান এটি। নির্মাতা গানের কথার সঙ্গে মিল রেখে সুন্দর চিত্রায়ন করেছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভাল লাগবে।’’

গীতিকার মামুন আফনান রুমি বলেন, ‘‘জাহিদ অন্তুর কণ্ঠে দারুণ আবেগ ও মায়া আছে। তার জন্য ভেবেই আমি এ গানটি লিখেছি। যারা ভাল কথা ও সুরের গান পছেন্দ করেন তাদের এটি ভাল লাগবে আশা করছি।’’

ইমরান

×