
সম্রাট অমলেন্দু বিশ্বাস
রাজনৈতিক, সামাজিক ও প্রযুক্তির নানান পরিবর্তনে যাত্রাশিল্প সত্যিই সংকটাপন্ন। কিন্তু এতসবের পরেও এই শিল্পকলার একটি নাম অমর, অক্ষয় এবং বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। তিনি প্রয়াত অমলেন্দু বিশ্বাস। যাত্রাস¤্রাট হিসেবে যিনি অমরতœ লাভ করে আছেন। যাত্রাশিল্পের কিংবদন্তি ও একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, আবৃত্তি, সংগীত ও পাঠ্যাভিনয়ের আয়োজন করেছে অমলেন্দু বিশ্বাস জন্মশতবর্ষ উদযাপন পরিষদ।
এ সম্পর্কে উদযাপন পরিষদের পরিচালক মিলন কান্তি দে বলেন, রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে ২৯ মে বিকেল ৪টায় অনুষ্ঠানের আয়োজন করেছি। অমলেন্দু বিশ্বাসের স্মৃতিকে স্মরণীয় করার লক্ষ্যে ২০০৩ সাল থেকে আমরা বিশিষ্ট গুণীজন ও যাত্রাশিল্পীদের এ পদক দিয়ে আসছি। এ ধারাবাহিকতায় এবার ৫ জনকে দেওয়া হবে এ স্মৃতিপদক। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন লেখক, গবেষক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।