ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জীবনসঙ্গী প্রসঙ্গে বিজয়ের ’অদ্ভুত’ মন্তব্য, রশ্মিকাকে নিয়ে জল্পনায় ফের হাওয়া

প্রকাশিত: ১৯:৪৬, ১৭ মে ২০২৫; আপডেট: ১৯:৪৬, ১৭ মে ২০২৫

জীবনসঙ্গী প্রসঙ্গে বিজয়ের ’অদ্ভুত’ মন্তব্য, রশ্মিকাকে নিয়ে জল্পনায় ফের হাওয়া

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার প্রেম নিয়ে চলছে গুঞ্জন। দুই তারকাই সরাসরি সম্পর্কের কথা স্বীকার না করলেও তাদের আচার-আচরণ, একসঙ্গে ছুটি কাটানো এবং সামাজিক মাধ্যমে মিল থাকা পোস্ট বহুবার তাদের ‘ঘনিষ্ঠতা’র ইঙ্গিত দিয়েছে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়ের আচরণে সেই সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিজয়কে প্রশ্ন করা হয়, কেমন জীবনসঙ্গী চান তিনি? উত্তরে বিজয় স্পষ্টভাবে বলেন, “আমি এই মুহূর্তে জীবনসঙ্গীর খোঁজ করছি না।” তার এই মন্তব্যে হতবাক অনুরাগীরা। কারণ, রশ্মিকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে এতদিনে যেটুকু ইঙ্গিত পাওয়া গেছে, তা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।

সাক্ষাৎকারে আরও এক ধাপ এগিয়ে বিজয়কে জিজ্ঞেস করা হয়, রশ্মিকার মতো কেউ কি তার জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারেন? জবাবে বিজয় কৌশলে বলেন, “যে কোনও ভাল মনের ভাল মহিলাই উপযুক্ত।” তবে নাম উচ্চারণ না করে উত্তরে তিনি যেন গোটা বিষয়টি এড়িয়ে গেলেন।

এই প্রথম নয়-এর আগেও রশ্মিকার প্রসঙ্গ উঠলে বিজয় একইভাবে পাশ কাটিয়ে গিয়েছেন। যদিও রশ্মিকার প্রকাশ্য মনোভাব সবসময়ই ছিল একটু বেশি স্পষ্ট। বিজয়ের নাম উঠলেই তার মুখের অভিব্যক্তি কিংবা হাসি অনুরাগীদের চোখ এড়ায় না।

সম্প্রতি রশ্মিকা নিজের জন্মদিন উপলক্ষে ওমানের এক সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ছবি শেয়ার করেন তিনি। ঠিক একই সময় ও একই জায়গা থেকে বিজয়ও ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ফলে, তারা যে একসঙ্গেই সেখানে ছিলেন, তা অনায়াসে অনুমান করা যায়।

তবুও হঠাৎ করে বিজয়ের এমন ‘জীবনসঙ্গীর প্রয়োজন নেই’ মন্তব্যে বিভ্রান্ত তার অনুরাগীরা। অনেকেই মনে করছেন, এই উত্তর হয়তো সম্পর্কের ভাঙনের ইঙ্গিত দিচ্ছে, আবার কেউ কেউ বলছেন-এটা শুধুই মিডিয়ার নজর এড়াতে কৌশলী উত্তর।

বিজয়-রশ্মিকা জুটির ভবিষ্যৎ নিয়ে এখন অপেক্ষায় তাদের ভক্তরা। সম্পর্ক থাকুক বা না-ই থাকুক, পর্দার বাইরেও তাদের রসায়ন নিয়েই কৌতূহলের শেষ নেই।

মিরাজ খান

×