ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

এনবিসির প্রতিবেদন

ফিলিস্তিনিদের লিবিয়া পাঠানোর পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ১৭ মে ২০২৫

ফিলিস্তিনিদের লিবিয়া পাঠানোর পরিকল্পনা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবের কয়েক মাস পর এ পরিকল্পনার বিষয়টি সামনে এলো। বিষয়টি সম্পর্ক অবগত পাঁচজনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। খবর ইয়াহু নিউজের।
প্রতিবেদন মতে, এই পরিকল্পনাটি এতটাই অগ্রাধিকার পেয়েছে যে মার্কিন সরকার এরই মধ্যে লিবিয়ার নেতাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। এনবিসি বলছে, ২০১১ সালে ন্যাটো সমর্থিত বাহিনীর অভিযানে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করা হয়। এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুজন ব্যক্তি এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, ফিলিস্তিনিদের লিবিয়ায় পুনর্বাসনের বিনিময়ে এক দশকের বেশি সময় আগে দেশটির জব্দ করে রাখা তহবিল যুক্তরাষ্ট্র মুক্ত করে দিতে পারে।

বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। এ ছাড়া গত ২০ মাস ধরে গাজায় হামলা চালানো ইসরাইলকে আলোচনার বিষয়ে অবহিত করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রতিবেদনটি অসত্য। এনবিসি নিউজকে তিনি বলেন, মাঠের পরিস্থিতির সঙ্গে এমন পরিকল্পনার কোনো মূল্য নেই। এই ধরনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়নি এবং এর কোনো অর্থ নেই।

×