ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বর্ষা চৌধুরীর মৃত্যুর খবরে তোলপাড় ফেসবুক!

প্রকাশিত: ২০:৩২, ৭ মে ২০২৫

বর্ষা চৌধুরীর মৃত্যুর খবরে তোলপাড় ফেসবুক!

ছবিঃ সংগৃহীত

গায়িকা, অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী মারা গেছেন বলে চাউর হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। দুপুর থেকে তার মৃত্যুর খবর প্রকাশ হয়েছে। তার অনেক সহকর্মীরাও এ ঘটনায় পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা যায়। তবে এই ব্যাপারে তখন পর্যন্ত বর্ষার পরিবারের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

দুপুর ১টার দিকে বর্ষা’স লাইফস্টাইল নামের পেজ থেকে বর্ষার মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, ‘আজ ১২টা ২০ মিনিটে হার্ট অ্যাটাকে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বর্ষা চৌধুরী।’ পোস্টটি এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৪২ জন শেয়ার করেছেন।

বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুর পর পুরোপুরি ভেঙে পড়েন বর্ষা। এর মধ্যে এক সন্তানের বয়স তখন সবে দেড় মাস। অন্যদিকে রুমির সঙ্গে বর্ষার দ্বিতীয় সংসার ছিল এটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট ও ভিডিও পোস্ট করতেন বর্ষা। তবে হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন গায়িকা, অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা। ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়ার সঙ্গে সেই সংসারও বেশি দিন টেকেনি।

রাসেল মিয়া সঙ্গে ঘর ভাঙার পর বিয়ে নিয়ে আলোচনায় আসেন তিনি। বিবাদেও জড়িয়ে পড়েন অনেকের সঙ্গে। তাদেরই একজন হেলেনা জাহাঙ্গীর। তবে তিনি আজ বর্ষার মৃত্যুর বিষয়টি ইঙ্গিত করেই ফেসবুকে লিখেছেন, ‘বর্ষা চৌধুরী আমাকে নিয়ে যাই বলেছে, আল্লাহ তাকে মাফ করে দিক।’

এ বিষয়ে ব্র্যান্ড প্রমোটার বারিশা হক তার ফেসবুকে পেজে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বর্ষা চৌধুরী আর নেই। উনার সকল ভুল আমরা ক্ষমা করে দেই। যদি ঘটনা সত্যি হয়ে থাকে, উনাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন, প্লিজ।’

তবে বর্ষার মৃত্যু নিয়ে পোস্ট দেওয়ার ঘণ্টাখানেক পরই তিনি আরেকটি পোস্ট করেন বারিশা। তিনি লিখেন, ‘বর্ষা চৌধুরীর পরিবারের সাথে কথা হয়েছে। উনি নাকি মারা যান নাই। উনার ফেসবুক পেজ থেকে কে মৃত্যুর খবর পোস্ট করেছে কেউ বলতে পারছে না। এটা কোনো কথা।’

এদিকে বারিশার স্ট্যাটাসে পর নেটিজেনরা যে এই গুঞ্জনে বেশ মজাই পেয়েছেন তারই আভাস মিললো। কারণ তার পোস্টে ছিল শত শত হাহা রিঅ্যাকশন। তবে পরবর্তী পোস্টে মৃত্যুর মতো শোকের খবরটি মিথ্যা হওয়ায় স্বস্তি প্রকাশ করে বর্ষা চৌধুরীর শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করেন।

সূত্রঃ https://www.facebook.com/share/1Bk1NbW4fY/

আরশি

×