
ছবি: সংগৃহীত
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বর্তমানে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় মুখ। বিশেষ করে তার অভিনীত ধারাবাহিক ‘মেরে হমসফর’ ও ‘মুঝে পেয়ার হুয়া থা’-র জনপ্রিয়তায় ভারতেও তৈরি হয়েছে বিপুল ভক্তসমর্থক। আর এই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে শুরু হয়েছে এক অভিনব জালিয়াতি।
সম্প্রতি ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষ করে ইনস্টাগ্রামে, কিছু প্রোফাইল থেকে ঘোষণা দেওয়া হচ্ছে—হানিয়ার ধারাবাহিকের প্রতিটি এপিসোড মাত্র ২৫ টাকায় বিক্রি করা হচ্ছে! একটি ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়, ‘যারা হানিয়া আমিরের সিরিয়াল দেখতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রতি এপিসোডের দাম ২৫ টাকা।’
এই ধরনের কার্যকলাপকে ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে হাস্যরস ও চাঞ্চল্য। অনেকে বিষয়টি নিয়ে মজার মন্তব্য করছেন, আবার কেউ কেউ এটিকে “বিনোদনের নামে বাণিজ্যিক প্রতারণা” বলেও অভিহিত করেছেন। তবে মজার বিষয় হলো, এমন উদ্যোগে কিছু ভারতীয় দর্শক আগ্রহও দেখাচ্ছেন, যারা বৈধভাবে পাকিস্তানি কনটেন্ট দেখতে পাচ্ছেন না।
বিশেষজ্ঞরা বলছেন, হানিয়ার ক্রমবর্ধমান জনপ্রিয়তাই এমন সুযোগসন্ধানী জালিয়াতদের উৎসাহ জুগিয়েছে। এর ফলে কনটেন্ট পাইরেসি এবং অননুমোদিত বিক্রির মতো বিষয় আরও প্রকট হচ্ছে।
হানিয়া আমির এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে এমন ঘটনায় তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ অভিনেত্রীর প্রতি সমর্থন জানিয়ে অনৈতিক কনটেন্ট বিক্রির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ডিজিটাল কনটেন্টের বৈশ্বিক প্রসার যেমন দর্শক তৈরি করছে, তেমনি এ ধরনের অবৈধ লেনদেনের ঝুঁকিও বাড়াচ্ছে। ভারত ও পাকিস্তানে বন্ধ কনটেন্ট শেয়ারের এই প্রবণতা ভবিষ্যতে আইনগত পদক্ষেপ ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে।
এফএ