
ছবিঃ সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে দেশে নেই। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করলেও সামাজিক মাধ্যমে তাকে নিয়ে আলোচনার কমতি নেই। সামাজিক মাধ্যম ছেয়ে গেছে তার বিয়ে ও হানিমুনের গুঞ্জনে।
যুক্তরাষ্ট্রে গোপনে বিয়ে করে নাকি লুকিয়ে সংসার পেতেছেন জায়েদ খান সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে আশেপাশে। এমন খবর প্রায় দু-দিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তিনি প্রবাসী নারীকে গোপনে বিয়ে করেছেন এবং সেখানেই সংসার পেতেছেন বলেও একাধিক সূত্র দাবি করেছেন। আবার অনেকেই বলছেন, তার স্ত্রী প্রবাসী নয় বরং দেশেরই একজন চিত্রনায়িকা।
সামাজিক মাধ্যমে এই অভিনেতার বিয়ের খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এমনকি ভক্তদের অনেকেই তাকে অভিনন্দনও জানাতে শুরু করেন। তবে বিষয়টি নিয়ে ভক্তদের আলোচনা তুঙ্গে থাকলেও কেউ এ বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি। এ নিয়ে জায়েদ খান সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছেন।
বিষয়টি নিয়ে তিনি নিউ ইয়র্ক থেকে দেশীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি নিজেই ফেসবুকে দেখলাম যে আমি বিয়ে করেছি! এমনকি স্ত্রীসহ দুবাইয়ে হানিমুনে যাচ্ছি।’
তিনি বলেন, ‘ আমাকে নিয়ে মানুষের কিছু একটা মজা করতে হবে, তাই এমন গুজব ছড়িয়ে দিয়েছে। আমি এতে বিব্রত হলেও বেশ হাসি পাচ্ছে। আমাকে নিয়ে একটু কিছু লিখলেই তো ভাইরাল হয়ে যায়। হয়তো সে কারণেই এসব লেখা হচ্ছে। আরে আমি এখানে রয়েছি, ব্যস্ত সময় কাটাচ্ছি। এখানে এসে নতুন কিছু প্রজেক্টের কাজ করছি। আর নিজেকে সময় দিচ্ছি। শিগগিরই সব দেখতে পারবেন।’
জায়েদ খান বিয়ে প্রসঙ্গে বললেন, ‘হানিমুন হবে কিভাবে, বিয়েই তো করিনি। কবে বিয়ে করবো সেটাও চূড়ান্ত করিনি। যেহেতু নিউ ইয়র্কে রয়েছি, এটা আমার স্থায়ী ঠিকানা। তাই আপাতত ভাবছি না। বুঝতে পারি না, এসব গুজব কারা ছড়ায়।’ তবে তিনি বিয়ের কথা অস্বীকার করলেও করলেও তিনি হানিমুন করছেন এমন খবর ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে ।
আরশি