ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আমার সব রাগ অভিমান, আমি প্রীতম ভাইকেই বলবো

প্রকাশিত: ২৩:২১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আমার সব রাগ অভিমান, আমি প্রীতম ভাইকেই বলবো

ছবি: সংগৃহীত।

সম্প্রতি তানজিন তিশা এবং প্রীতম হাসান একসঙ্গে একটি নতুন নাটকের কাজ করেছেন। এই কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তানজিন তিশা।

তানজিন তিশা বলেন, “আমি খুব খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম প্রীতম হাসান ভাইকে আমার সহশিল্পী হিসেবে কাস্ট করা হয়েছে। আমি তাঁর অভিনয়ের ভক্ত, শুধু তাঁর গান নয়। ন্যাচারাল অভিনয় করা খুব কম মানুষের পক্ষে সম্ভব। তবে প্রীতম ভাইয়া তা অনায়াসে করতে পারেন। তাঁর অভিনয় এতটাই সহজাত যে মনে হয় চরিত্রটি একেবারেই বাস্তব। কাজ শেষেও আমার সেই একই মুগ্ধতা ছিল।”

তিনি আরও বলেন, “গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার ক্ষেত্রে প্রীতম ভাইয়ার ওপর আমার আস্থা ছিল। সেটে তিনি সবসময় ইতিবাচক ও পেশাদার ছিলেন। তাঁর মধ্যে কখনো মেজাজ হারানো বা চিৎকার করার মতো কোনো আচরণ দেখিনি। তিনি আমাদের পুরো টিমের জন্য অনুপ্রেরণা ছিলেন।”

তিনি আরও বলেন,  ভাই এত সাপোর্টিভ ছিলো যে আমার সব রাগ অভিমান আমি প্রীতম ভাইকেই বলবো।

তানজিন তিশা জানান, এটি চরকিতে প্রথম নাটক তাই একটি নতুন অভিজ্ঞতা ছিল। প্রীতম হাসানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে ভীষণ আনন্দিত করেছে। 

নাটকটি শিগগিরই দর্শকদের সামনে আসবে বলে আশা করা হচ্ছে। তানজিন তিশা এবং প্রীতম হাসানের অভিনয়ের এই নতুন জুটি দর্শকদের মনে জায়গা করে নেবে বলে মনে করছেন অনেকে।

সায়মা ইসলাম

×