
ছবি:সংগৃহীত
অভিনেত্রী রূপসার ছেলে, দেখতে কার মতো?
গত বছর শারদোৎসবের মরশুমে মনের মানুষ সায়নদীপ সরকারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রূপসা চট্টোপাধ্যায়।
বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই দিয়েছিলেন সুখবর। দুই থেকে তিন হতে চলেছেন বলেই জানিয়েছিলেন অনুরাগীদের। ভারতের সাধারণতন্ত্র দিবসে জুনিয়রের জন্ম।
অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় তাঁর ছেলে নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে আসলেন। তবে, ছবিতে ছেলের মুখ দেখা যায়নি। সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে রূপসা চোখ বন্ধ করে, তার সন্তানকে বুকে আগলে বসে আছেন।
ছোট্টটি মায়ের কাঁধে মাথা রেখে আরামে ঘুমিয়ে রয়েছে, পরনে নীল টি-শার্ট। ক্যাপশনে রূপসা লিখেছেন, "সেরা আলিঙ্গন ২০২৫। আমার ছেলে। মা তোমাকে ভালোবাসে।" গত বছর শারদোৎসবে সায়নদীপ সরকারের সঙ্গে বিয়ের পর দ্রুত মা হওয়ার সুখবর দেন তিনি।
গত বছর শিশুদিবসে রূপসা ও সায়নদীপ জানিয়েছিলেন, তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন, এবং সাধারণতন্ত্র দিবসে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়।
গৌতম/আঁখি