
অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার চলচ্চিত্র শিল্পে একতার অভাব নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি জানান, যদিও বলিউডকে একটি পরিবার হিসেবে দেখা হয়, তবুও শিল্পের সদস্যরা নিজের নিজস্ব পথ অনুসরণ করছেন, যার কারণে একত্রে কাজ করার অভাব তৈরি হয়েছে।
অক্ষয় কুমার বলেন, "যদি আমাকে কিছু পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়, তবে আমি চাইব আমাদের শিল্পে আরও একতা আসুক। একে অপরকে সমর্থন করা এবং একসঙ্গে কাজ করা উচিত, যা শুধু আমাদের সম্মান বৃদ্ধি করবে, বরং পুরো চলচ্চিত্র শিল্পের উন্নতিতে সাহায্য করবে।"
অক্ষয় কুমারের এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন অজয় দেবগণও। তিনি বলেন, "দক্ষিণী চলচ্চিত্র শিল্পের মানুষরা একসঙ্গে এসে একে অপরকে সমর্থন করেন, যা মুম্বাই চলচ্চিত্র শিল্পে প্রায়শই দেখা যায় না।"
তিনি আরও বলেন, "আমরা যারা ৯০-এর দশকে একসাথে শুরু করেছিলাম – আমি, অক্ষয়, শাহরুখ, সালমান, আমির এবং অন্যান্যরা – আমাদের মধ্যে কোনো ধরনের বিরোধ বা সংঘর্ষ নেই, আমরা সবসময় একে অপরকে সমর্থন করি।" অক্ষয় এবং অজয়ের মতে, একতা ও সম্মানের অভাব বর্তমানে বলিউডের প্রধান সমস্যার অন্যতম, যা শিল্পের অগ্রগতি বাধাগ্রস্ত করছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
ইসরাত