ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

দুষ্টু পোলাপাইন বদলে দিয়েছে ঐশীর জীবন!

প্রকাশিত: ২৩:০৬, ৩ জানুয়ারি ২০২৫

দুষ্টু পোলাপাইন বদলে দিয়েছে ঐশীর জীবন!

ছবি: সংগৃহীত

গানের মঞ্চ থেকে জীবন—সবখানেই বদলে গেছে সংগীতশিল্পী ঐশীর দিনযাপন। ‘ওরে দুষ্টু পোলাপাইন/ তোরা মারিস না কেউ লাইন’ গানটিকে তিনি নিজের জীবনের অন্যতম বড় মোড় ঘোরানো অধ্যায় বলে মনে করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশী জানিয়েছেন, এই গানের পর থেকেই তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়।

তিনি বলেন, “আমার জীবনে অনেক গানের প্রভাব পড়েছে, কিন্তু দুষ্টু পোলাপাইন গাওয়ার পর পুরো চিত্রটাই পাল্টে যায়। কনসার্টে এই গান শুরু করতেই দর্শকরা সিকিউরিটি ভেঙে স্টেজের কাছে চলে আসে। দুষ্টু ছেলেদের পাগলামি সামলানো তখন রীতিমতো চ্যালেঞ্জ হয়ে যায়।”

বাংলা গানকে দেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে নিয়ে যেতে ঐশী সবসময় উতফুল্ল। তিনি বলেন, “বাংলা গান নিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারি। আমি চাই, অন্য শিল্পীরাও একসঙ্গে কাজ করে এই প্রচেষ্টা অব্যাহত রাখুক।”

ঐশীর কণ্ঠে প্রাণ পেয়েছে এমন বহু গান, তবে দুষ্টু পোলাপাইন যে তার জীবনে বিশেষ এক প্রভাব ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এম.কে.

×