ছবি: সংগৃহীত।
অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালার বিয়ে সম্প্রতি সবার আলোচনায় এসেছে। তাদের বিয়ে নিয়ে উৎসাহী দর্শকরা উত্সুক হয়ে আছেন, বিশেষত নাগা চৈতন্যর দ্বিতীয় বিয়ের খবর শুনে। এরই মধ্যে নাগার কিছু বক্তব্য পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
সম্প্রতি, নাগা চৈতন্য তাঁর তুতো ভাই রানা দাগ্গুবতীর টক শোতে যোগ দিয়ে বিয়ে, পরিবার এবং সন্তান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন। সেখানে নাগা বলেন, তার কাছে "সুখী পরিবার" মানে একাধিক সন্তান থাকা। এক সন্তানের সীমাবদ্ধতায় তিনি সন্তুষ্ট নন, এবং তার মতে, সুখী জীবন গড়তে হলে অনেক সন্তান থাকা উচিত। তবে, শোভিতা কি এই মতের সঙ্গে একমত, তা জানা যায়নি।
নাগার বিয়ের পোশাক নিয়েও আলোচনা চলছে। বিয়েতে তিনি পরেছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা উড়নি। অন্যদিকে, শোভিতা ধুলিপালা সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি পরেছিলেন, সঙ্গে ছিল গাঢ় সোনালী অলঙ্কার, চুড়ি, বালা এবং এক চওড়া সোনালি মাথাপট্টি।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় কিছু তারকা, যাদের মধ্যে চিরঞ্জীবী, নয়নতারা, রানা দাগ্গুবতী এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন। এছাড়া, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, রামচরণ ও তার স্ত্রী উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদকর, এস এস রাজামৌলি এবং অভিনেতা প্রভাসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিয়ের পরবর্তী আয়োজনে ভূরিভোজের ছবিও প্রকাশ্যে এসেছে।
এদিকে, এই বিয়ের আগে নাগা চৈতন্য তার প্রথম স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছর ধরে চলা দাম্পত্য সম্পর্কের অবসান ঘটান। অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে নানা গুঞ্জন থাকলেও, তার ব্যক্তিগত জীবন এখন নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: আনন্দবাজার
নুসরাত