মাত্র কয়েক মাসের মধ্যে প্রায় পাঁচ টিকটকারের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে পাকিস্তানে। যাকে ঘিরে দেশটির শোবিজ অঙ্গনে মোটামুটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সম্প্রতি কানওয়াল আফতাবের ভিডিও ফাঁসের ঘটনা আলোচনা তৈরি করে। এর আগে মিনাহিল মালিক, ইমশা রহমান এবং মাথিরা খান এই সমস্যার সম্মুখীন হয়েছেন।
এবার আরেক পাকিস্তানি টিকটক তারকা মরিয়ম ফয়সালের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যমের তথ্যানুযায়ী, মরিয়ম ফয়সালের একটি ব্যক্তিগত ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমের এক্স, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে। কিন্তু এমন ব্যক্তিগত ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, টিকটক তারকাদের ব্যক্তিগত মুহূর্তের এসব দৃশ্য ছড়িয়ে পড়ায় সামাজিকভাবে হেনস্তার মুখে পড়ছেন তারা, মানসিকভাবে ভেঙেও পড়েছেন। ফলে আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তারা।
যদিও বিষয়টি নিয়ে ভুক্তভোগী মরিয়ম এখনও মুখ খোলেননি। তবে কারা ভিডিও ফাঁসের সঙ্গে জড়িত তা এখনও বের করা সম্ভব হয়নি। তবে এ নিয়ে তৎপর পাকিস্তানি পুলিশ, চলছে জোর তদন্ত।
তানজিলা