ছবি- এলটন জন
গ্র্যামি ও অস্কারজয়ী ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জন দৃষ্টিশক্তি হারিয়েছেন! এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে তার অগণিত ভক্তের মধ্যে। সম্প্রতি, একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই এ তথ্য জানিয়েছেন ‘ক্যান্ডল ইন দ্য উইন্ড’, ‘ক্রোকোডাইল রক’ এবং ‘গুডবাই ইয়েলো ব্রিক রোড’-খ্যাত এই কিংবদন্তি শিল্পী।
রবিবার লন্ডনে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাদা’ শীর্ষক মিউজিক্যালের প্রথম শো দেখতে গিয়ে এলটন জন জানান, ‘‘এর আগে অনেকগুলো প্রিভিউয়ে উপস্থিত থাকতে পারিনি। কারণ, আপনারা হয়তো জানেন আমি দৃষ্টিশক্তি হারিয়েছি। তাই শোটি দেখা আমার জন্য কঠিন। তবে এটি শুনে আমি দারুণ আনন্দ পেয়েছি।’’
এলটন জনের এই খবরে তার অনুরাগীরা উদ্বিগ্ন এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
জাফরান