ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

নতুন প্রেমে পড়েছেন আর্জুন কাপুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ১৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১১:৩৩, ১৪ নভেম্বর ২০২৪

নতুন প্রেমে পড়েছেন আর্জুন কাপুর

আর্জুন কাপুর

মালাইকা আরোরার সঙ্গে প্রায় ছ’বছর সম্পর্কে থাকার  পরে  প্রেম ভেঙেছে আর্জুন কাপুরের একে অপরের বন্ধু হয়ে আছেন তারা, কিন্তু কোন সম্পর্কে নেই। প্রেম ভাঙার পর থেকেই মানসিক অবসাদে ভুগছেন অর্জুন। ঠিকমতো ঘুমুতে পারছেন না এই অভিনেতা।

সম্প্রতি অর্জুনের ‘সিংহম এগেন’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবির প্রচারে এসে নিজের স্বপ্নের পুরুষের কথা প্রকাশ্যে কবুল করলেন তিনি জানান, ২০০৬ সালে হৃতিক রোশনকে বড় পর্দায় দেখে তিনি যেন প্রেম পড়ে যান!

তবে তিনি কোন নায়িকার প্রেমে পড়েন নি , ২০০২ সালের ডিসেম্বরে মুক্তি পায় হৃতিক অভিনীত প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’। প্রথম ছবিই হৃতিককে সুপারস্টারের তকমা দিয়েছিল। গ্রিক দেবতা’র আখ্যা দেওয়া হয় তাকে। তখন হৃতিকের রূপের ছটায় মজেছিলেন তরুণী থেকে বৃদ্ধা। ‘ধুম ৩’-এ অভিনয় করেন তিনি সেই ছবিতে হৃতিকের চেহারা, চুলের কাট , সব কিছু দেখে আর্জুন এমন মুগ্ধ হন যে প্রায় প্রেমে পড়ে যান।

অর্জুনের কথায়, ‘‘আসলে ‘ধুম ৩’ দেখার পর আমার চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। যখন হৃতিককে দেখি মনে হয় দু-চোখ ভরে দেখতেই থাকি। কত বার যে দেখেছি ছবিটি। আমার জীবনের ক্রাশ।’’

জাফরান

×