ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

কু-প্রস্তাব পেয়েছিল অলংকার!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:১৪, ১১ নভেম্বর ২০২৪

কু-প্রস্তাব পেয়েছিল অলংকার!

অলংকার চৌধুরী

মডেলিংয়ের মাধ্যমে অভিনয়ে নাম লেখান এসময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। বর্তমানে কাজের অনেক প্রস্তাব পেলেও নিজের পছন্দসই কাজগুলো করছেন তিনি। কিন্তু অভিনয়ে আসার প্রথম দিকে বেশ কিছু কু-প্রস্তাবে পেয়েছিলেন অলংকার। 

ফ্ল্যাশ টক এর উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।

অলংকার বলেন, আমি যেহেতু মেয়ে সো প্রতিটা সেক্টরেই মেয়েদের আসলে এই প্রতিবন্ধকতা থাকে। আমার ক্যারিয়ার যখন প্রথম শুরু হয় ২০২০ এর দিকে তখন আমি বেশ কিছু কু-প্রস্তাব পেয়েছি।

এই প্রস্তাব কারা দিতো এমন প্রশ্নের জবাবে অলংকার আরো বলেন, এটা হচ্ছে কিছু কিছু ডিরেক্টর আছে যারা আসলে কাজের পেছনে ঘুরে না, শুধু টাকার পেছনে ঘুরে। তাদের এই টাকার পেছনে ঘোরার কারণেই তাদের মূল লক্ষ্য আসলে শিল্প থাকে না। শিল্প তো পবিত্র একটা জিনিস। শিল্প তো মন থেকে আসে আর টাকা ব্রেন থেকে। সো ঐসব ডিরেক্টর ব্রেইন খাটিয়ে এটা করে থাকে। যার কারণে শিল্পটা হারিয়ে যায় আর তার নামটা খুব বাজে একটা কাতারে চলে আসে। আমি নামটা আর বললাম না। সবাই ভালো জানেন। যে আসলে কু-প্রস্তাব কখন একটা ডিরেক্টর দিতে পারে। কী হতে পারে।

এমএম

×