ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

প্রথমবারের মত নবজাতক রাহার ছবি প্রকাশ করেছেন আলিয়া ভাট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ৭ নভেম্বর ২০২৪

প্রথমবারের মত নবজাতক রাহার ছবি প্রকাশ করেছেন আলিয়া ভাট

অভিনেত্রী আলিয়া ভাট ও মেয়ে রাহা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম।

গত বুধবার মেয়ে রাহা কাপুরের দ্বিতীয় জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি অদেখা, মন ছুঁয়ে যাওয়া ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

রাহা কাপুরের জন্ম ২০২২-এর ৬ নভেম্বর। গতকাল ২-এ পা রাখল রণবীর-আলিয়ার আদরের রাহা।নাতনির জন্মদিনে এদিন তাঁর একটা আদুরে ছবি পোস্ট করেছেন ঠাকুমা নীতু কাপুর। যে ছবিতে রণবীর-আলিয়ার মাঝে মোটা জ্যাকেটে বন্দি অবস্থায় দেখা মিলেছে ছোট্ট রাহাকে। ভাইঝিকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন পিসি ঋদ্ধিমা কাপুর সাহানিও।

তবে এবার মেয়ের জন্মদিনে তাঁর অদেখা ছবি পোস্ট করলেন মা আলিয়া ভাট।যে রাহাকে পরিবারের লোকজন ছাড়া এর আগে কখনও দেখেনি গোটা বিশ্ব। সদ্যোজাত রাহার ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া। তাঁর পোস্ট করা ছবিতে আলিয়ার বুকে লেপটে থাকতে দেখা যাচ্ছে সদ্যোজাত রাহাকে। পিছন থেকে মেয়েকে স্পর্শ করে রয়েছেন রণবীর কাপুর।

ছবিটি পোস্ট করে আলিয়া মেয়েকে খোলা চিঠিতে লেখেন, ‘আজ তোমার ২ বছর। তবে এই ভাবেই আমি সেই সময়কে ফিরিয়ে দিতে চাই যখন তোমার বয়স ছিল মাত্র কয়েক সপ্তাহ। আমার মনে হয়, সমস্ত বাবা-মাই চান, তাঁর সন্তান চিরকালই শিশুই থাকুক। শুভ জন্মদিন আমার জীবন। তুমি আমার কাছে এখন বার্থডে-কেক-এর মতোই একটা অনুভূতি।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে রণবীরকে বিয়ে করেন আলিয়া। তিনি ২০২২ সালের নভেম্বরে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান রাহা। যদিও শুরুতে পাপারাজ্জির চোখ থেকে দূরেই রেখেছিলেন রণবীর-আলিয়া। তারকা দম্পতি প্রথমবার মেয়ের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন, ২০২৩- এর ডিসেম্বরে। 

এদিকে কাজের ক্ষেত্রে রণবীর কাপুরকে শীঘ্রই নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ দেখা যাবে। আলিয়াকে দেখা যাবে স্পাই-থ্রিলার 'আলফা' ও 'লাভ অ্যান্ড ওয়ার'-এ।

নাহিদা

×