ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বিয়ের ৯ মাসেই কণ্যা সন্তানের জননী হলেন শ্রীময়ী

প্রকাশিত: ১৫:১৩, ৪ নভেম্বর ২০২৪

বিয়ের ৯ মাসেই কণ্যা সন্তানের জননী হলেন শ্রীময়ী

বিয়ের ৯ মাস পর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ।  কলকাতার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ দম্পতির এটাই প্রথম সন্তান। মা-মেয়ে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে রয়েছে।

এমন আনন্দের মুহূর্তে হাসপাতাল থেকেই দুটি ছবি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন শ্রীময়ী। ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছেন শ্রীময়ী। সেলফি তুলছেন তার বোন। ক্যামেরার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছেন শ্রীময়ী। ছবির উপরে লেখা, ‘মাসি অন ডিউটি'। তবে কন্যার মুখে স্টিকার লাগিয়ে তাকে আড়াল করে রেখেছেন নেটিজেনদের থেকে। 

মা হওয়ার আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপন রেখেছিলেন এই অভিনেত্রী।  অবশেষে শনিবার রাতে কাঞ্চন নিজেই জানান, কন্যা এসেছে তাদের সংসারে। মেয়ের নাম রেখেছেন কৃষভি।

মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বাকালীন ছবি প্রকাশ করে মাতৃত্ব নিয়ে পোস্ট দিয়েছেন শ্রীময়ী। ক্যাপশনে লিখেছেন, '৯মাসের এই যাত্রাপথ। এখানে ছিল শারীরিক ও মানসিক ওঠানামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভেতর। যা কিনা আশীর্বাদের মতো। অনেক অপেক্ষার পর আমার পরী এলো। আর তাকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, সব অনুভূতি স্বার্থক হলো’।

গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন কাঞ্চন।
 

×