ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সামান্থার দর্শকপ্রিয় নাটক

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:৩২, ৫ আগস্ট ২০২৪

সামান্থার দর্শকপ্রিয় নাটক

সামান্থা

নাট্যাঙ্গনের পরিচিত মুখ সামান্থা। পরিচালক তপু খানের ‘সময়ের গল্প’ নাটকে প্রথম অভিনয় করেন। সজীব খানের ধারাবাহিক ‘সাবলেট গুবলেট’-এ অভিনয় করে সাড়া ফেলেন সামান্থা। তাই চলতি বছরের কাজগুলোতে সামাস্থা বিগত সময়ের চেয়ে আরও ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন। এখন পর্যন্ত যত নাটকে তিনি অভিনয় করেছেন, তারমধ্যে তার নিজের বেশি ভালোলাগার নাটকের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।

নাটকগুলো হলো ‘প্রিয় লিডার’, ‘পিকেটার মাসুদ’, ‘জামাই ছিনতাই’, ‘প্রেমিকার অভিশাপ’, ‘প্রেম ভিডিও’,‘ গজ ফিতা’, ‘টেনশন মতিন’,‘দালাল’, ‘ঢাকায় টাকা উড়ে’, ‘আমি বিয়ে করিনি’, ‘ওরা এগারো’, ‘প্রেম খেলাপি’, ‘আমার সুন্দরী বউরা’। আরও কিছু নাটকে তিনি অভিনয় করে ভীষণ তৃপ্ত; যেগুলো শীঘ্রই প্রকাশ পাবে। সামান্থা বলেন, যেসব নাটকের কথা এখানে উল্লেখ করা আছে তাতে অভিনয় করে আমার অনেক ভালো লেগেছে।

দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। অভিনয়ের দুনিয়ায় পথচলায় বলা যায়, আমি একেবারেই নতুন। তারপরও আমার সহশিল্পীদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তারা আমাকে অভিনয়ের বিষয়ে অনুপ্রেরণা দিয়েছেন, ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে আরও ভালোভাবে নিজের অভিনয়কে কীভাবে উপস্থাপন করা যায় সেই পরামর্শও দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এছাড়া কৃতজ্ঞ আমি আমার সকল নাটকের প্রযোজক-পরিচালকের কাছে।

×