ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

অস্ট্রেলিয়ায় নেমেসিসের তিন কনসার্ট

​​​​​​​সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ২৩ জুন ২০২৪

অস্ট্রেলিয়ায় নেমেসিসের তিন কনসার্ট

নেমেসিস ব্যান্ডের সদস্যরা

এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় তিন কনসার্টে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ জানান, আগামীকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন তারা। তিনি বলেন, প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড দল নেমেসিস প্রথমবারের মতো অস্ট্রেলিয়া মাতাতে যাচ্ছে। সেখানে একটানা তিনটি কনসার্টে গান শোনাবে দলটি।

প্রথমে মেলবোর্নে কনসার্ট করব, সেটা ২৯ জুন। তারপর তাসমানিয়ায় ৩০ জুন। সেখানে আমরা অবস্থান করব জুলাইয়ের তারিখ পর্যন্ত, তারপর সিডনিতে জুলাই শো আছে। সেটা শেষ করে জুলাইয়ের দিকে আমরা দেশে ফিরব। রাজু বলেন, দেশের বাইরে এটাই আমাদের প্রথম অফিসিয়াল ট্যুর। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে শো করতে যাচ্ছি, আমাদের পুরো টিমের জন্যই এটা বড় ব্যাপার এবং সবাই খুব এক্সাইটেড। সবাই প্রস্তুতি নিয়েই যাচ্ছে। এর আগে প্র্যাকটিস নিয়েই ব্যস্ত সময় পার করেছে। রবিবারও আমাদের প্র্যাকটিস ছিল। সেই হিসেবে বলা যায় অস্ট্রেলিয়ার ভক্তদের সুন্দর কিছু মুহূর্ত আমরা উপহার দিতে পারব। গ্রিন ফিল্ম এন্টারটেইনমেন্ট নামের এক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ায় নেমেসিসের কনসার্ট আয়োজন করছে বলে জানান রাজু।

কনসার্টের ব্যস্ততার পাশাপাশি ব্যান্ডের চতুর্থ অ্যালবামের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, চতুর্থ অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ চলছে। প্রায় শেষের দিকে। মিউজিক ভিডিও রিলিজের কাজ চলছে। তাছাড়া দেশে ফিরে আমাদের ভক্তদের জন্য বড় একটি ধামাকা থাকবে। বেশ কিছু শোর কথা চলছে। ২০০৫ সালে নেমেসিসের প্রথম অ্যালবামঅন্বেষণপ্রকাশিত হয়। এরপর ২০১১ সালে দ্বিতীয় অ্যালবামতৃতীয় যাত্রা ২০১৭গণজোয়ারমুক্তি পায়। এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম। বর্তমানে নেমেসিসের সদস্য সংখ্যা পাঁচ। ভোকাল গিটার জোহাদ রেজা চৌধুরী, গিটার রাফসান, গিটার ইফাজ, বেজ গিটার রাতুল ড্রামস জেফ্রি।

×