ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

খালেদ মুন্নার ‘দ্যা ফোক ম্যাসআপ’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪২, ২৮ মে ২০২৪

খালেদ মুন্নার ‘দ্যা ফোক ম্যাসআপ’

খালেদ মুন্না

কণ্ঠশিল্পী খালেদ মুন্না। সম্প্রতি প্রকাশ করলেন- ‘দ্যা ফোক ম্যাসআপ’ শিরোনামের একটি ম্যাসআপ গান। মরমী কবি হাছন রাজা ও বাউল শিরোমণি ফকির লালন সাঁইয়ের গান এবং সংগৃহীত কয়েকটি জনপ্রিয় ফোক গানের সমন্বয়ে নির্মিত ম্যাসআপটির সংগীত পরিচালনা করেছেনÑ রোজেন রহমান। 
খালেদ মুন্না ইউটিউব চ্যানেল ও অনলাইন ডিস্ট্রিবিউশন প্লাটফর্ম-  স্ট্রিমিও ডিজিটাল থেকে প্রকাশিত ‘দ্যা ফোক ম্যাসআপ’-এ ব্যবহৃত গানগুলো হচ্ছে- ‘নেশা লাগিলো রে’, ‘কমলায় নৃত্য করে’, ‘করিমানা কাম ছাড়ে না’, ‘মিলন হবে কতদিনে’, ‘সোহাগ চাঁদবদনী’, ‘লোকে বলে বলে রে।’ খালেদ মুন্না বলেন-‘আমার পরিচিত, সংগীতের সহকর্মী, প্রিয় ভক্ত-শুভাকাক্সক্ষীÑ সকলেই জানেন, আমি স্টেজে অনেক নাচানাচি করে পারফর্ম করতে ভালোবাসি। 
হয়তো সে কারণে অনেক শোও পাই। কিন্তু আমার রেকর্ডেড কোনো গানে তেমন কোনো পারফর্মসহ কাজ করিনি বলে- দেশে-বিদেশে সবার কাছে ব্যাপক অনুরোধ পেয়েছি, এই ধরনের কাজ করার জন্য। আশা করছি ‘দ্যা ফোক ম্যাসআপ’-এ শ্রোতা-দর্শক হতাশ হবেন না।’

×