ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

থিয়েটার আর্ট ইউনিটের ‘মাধব মালঞ্চী’ আজ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪, ২৩ মে ২০২৪

থিয়েটার আর্ট ইউনিটের ‘মাধব মালঞ্চী’ আজ

‘মাধব মালঞ্চী’ নাটকের একটি দৃশ্য

থিয়েটার আর্ট ইউনিটের ৩৬তম প্রযোজনা ‘মাধব মালঞ্চী’। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ১৯তম প্রদর্শনী আজ শুক্রবার সন্ধ্যা ৭টায়। 
নির্দেশক রোকেয়া রফিক বেবী বলেন, অনেকদিন আগে বিভাস চক্রবর্তীর এই নাটকটি দেখেছিলাম, তখন থেকেই মনে দাগ কেটেছিল। নাটকটি নির্দেশনা দিতে গিয়ে নাটকের মালঞ্চীকে আমি দেখাতে চেয়েছি নারী শক্তির প্রতীক হিসেবে।

নাটকটির প্রযোজনা অধিকর্তা কামরুজ্জামান মিল্লাত বলেন, থিয়েটার আর্ট ইউনিটের ভরকেন্দ্র এবং নাটকটির নির্দেশক রোকেয়া রফিক বেবির নির্দেশনা এবং বিপুল দর্শক চাহিদাকে মাথায় রেখে দলের নিয়মিত মঞ্চায়নের লক্ষ্যেই আজকের এই মঞ্চায়ন।

নাটকের অভিনয় করেছেন নুরুজ্জামান বাবু, মানিক, সজল, ইসমাইল সিরাজী, রানা সিকদার, লেমন, ক্ষমা, ঐতিহ্য, বাঁশরী, তানভীর, ভাবনা, সুজন, লেলিন, ইন্দ্রাণী, দোলন, ফারহানা, ফুয়াদ, প্রদীপ ও মোকাদ্দেম। নাটকের সংগীত পরিকল্পনায় সেলিম মাহবুব। আলো ও মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। সহ-নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ।

×