ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মনস্তাত্ত্বিক নাটক ‘আপনারা আমাকে শুনুন’

​​​​​​​সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১৯ মে ২০২৪

মনস্তাত্ত্বিক নাটক ‘আপনারা  আমাকে শুনুন’

.

নাটকের নামআপনারা আমাকে শুনুন সামাজিক পারিবারিক জীবনের বিভিন্ন জটিলতা সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এর গল্প আবর্তিত। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে হৃদয়স্পর্শী নাটক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তার চরিত্রটি একজন সৎ, দায়িত্বশীল মানবিক ব্যক্তির, যিনি পরিবারের বিভিন্ন সমস্যার সমাধান করতে চেষ্টা করেন। কেয়া পায়েল অভিনীত চরিত্রটি তার জীবনসঙ্গিনী, যার সঙ্গে তার সম্পর্কের মধ্যে ভালোবাসা, আস্থা এবং কিছু ভুল বোঝাবুঝি রয়েছে। নাটকে একজন মায়ের জীবনের শেষের দিকে এসে বর্তমান সমাজে মুখোমুখি হওয়া বিভিন্ন পারিবারিক সমস্যার চিত্র দেখতে পাওয়া যাবে।

নাটকটির পরিচালনা এবং চিত্রনাট্যও প্রশংসার দাবিদার। পরিচালক নিপুণভাবে কাহিনির প্রতিটি মোড় চরিত্রের মনস্তাত্বিক দিকগুলো তুলে ধরেছেন। নির্মাণশৈলী এবং সংগীতও নাটকের আবহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানের ব্যবহার কাহিনির আবেগঘন মুহূর্তগুলোকে আরও বর্ধিত করেছে।

×