ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নিউইয়র্কে এফ এম শাহীনের ‘মাইক’

​​​​​​​সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:১৮, ১৯ এপ্রিল ২০২৪

নিউইয়র্কে এফ এম শাহীনের ‘মাইক’

.

এবার নিউইয়র্কে প্রদর্শিত হতে যাচ্ছে শিশুতোষ চলচ্চিত্রমাইক নিউইয়র্ক সিটির জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারেক মাসুদ হলে আগামীকাল রবিবার বিকেল ৪টা ১০ মিনিটে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। ঐতিহাসিক মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র নির্মাণ করেছেন এফ এম শাহীন।

এর আগে টেক্কা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সিউল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং গোল্ডেন লিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দক্ষিণ এশিয়ার বেস্ট ফিচার ফিল্মের মুকুট জিতে নেয় চলচ্চিত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে চলচ্চিত্রটির পরিচালক প্রযোজক এফ এম শাহীন নিউইয়র্কে বসবাসরত সকলকেমাইকচলচ্চিত্র দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলা সিনেমা দেখুন, সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে রাঙিয়ে তুলুন।

আজ শনিবার আগামীকাল রবিবার দুদিনব্যাপী নিউইয়র্ক সিটির জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্মাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক মার্চের ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রথম শিশুতোষ চলচ্চিত্রমাইকএর মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস জানতে পারবে। এর আগে মহান মুক্তিযুদ্ধের ওপর অনেক সিনেমা তৈরি হলেও৭৫ পরবর্তী দুঃসময় নিয়ে তেমন সিনেমা হয়নি।

অনেকদিন পর ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই ধরনের সিনেমা তৈরি হয়েছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।

×